বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হুমায়ূন আহমেদকে নিয়ে সানজিদা

শোবিজ প্রতিবেদক

হুমায়ূন আহমেদকে নিয়ে সানজিদা

হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি নিয়ে গবেষকদের মধ্যে অন্যতম হলেন সানজিদা ইসলাম। তিনি তার সাহিত্য, নাটক আর চলচ্চিত্রে খুঁজে পেয়েছেন মধ্যবিত্ত বাঙালি জীবনের নিত্যদিনের চিত্র। তার কথায় ব্যক্তি যে দেশ-কাল বিচ্ছিন্ন কোনো সত্তা নয়, হুমায়ূন আহমেদ লেখক জীবনের শুরুতেই তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী মধ্যবিত্ত জীবনের যন্ত্রণা ও হাহাকার তাঁর স্বদেশ ভাবকে নতুন মাত্রা দান করেছে। গভীর কোনো রাজনৈতিক দর্শন থেকে তিনি জীবনকে দেখেননি, উদার মানবতাবাদী জাতীয়তাবোধ ছিল তাঁর সৃষ্টি প্রেরণার উৎস। এখানেই হুমায়ূন  আহমেদের সৃষ্টির স্বতন্ত্র বৈশিষ্ট্য। 

সর্বশেষ খবর