রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শুভেচ্ছাদূত ববিতার সফর

শোবিজ প্রতিবেদক

শুভেচ্ছাদূত ববিতার সফর

জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে ববিতা আবার ইউরোপ-আমেরিকা সফরে গেলেন। ২০১২ সালে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ডিসিসিআইয়ের শুভেচ্ছা দূত নিযুক্ত হন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। দূত হিসেবে বাংলাদেশসহ বিশ্বের অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন এই প্রখ্যাত অভিনেত্রী। বরাবরের মতো আবারও তিনি এ কাজে গতকাল থেকে বিশ্ব সফর শুরু করেছেন। গতকাল রাতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখান থেকে আমেরিকা, ইউরোপসহ বেশ কটি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। এরই ফাঁকে কানাডায় পড়াশোনা করা একমাত্র পুত্র অনিকের সঙ্গে ৩০ জুলাই ববিতার নিজের জন্মদিন ও আসন্ন ঈদুল আজহা পালন করবেন। ববিতা বলেন, অসহায় শিশুদের কল্যাণে আমার যেমন দায়িত্ব রয়েছে তেমনি নিজের আদরের পুত্রকে সময় দেওয়ার জন্যও মনটা অধীর হয়ে থাকে। অনিক ছোট বেলা থেকেই দেশের বাইরে পড়াশোনা করছে। দেশে তার খুব কমই আসা হয়। সময় সুযোগ পেলেই তার কাছে ছুটে যাই। মা-ছেলে মিলে মহা আনন্দে সময়টা কাটাই। এবারও তার ব্যতিক্রম হবে না। ববিতা বলেন অনিক আমার হাতের রান্না সবসময় মিস করে। কানাডা গেলেই তাকে নিজ হাতে রান্না করে খাওয়াই। এবারও তার ব্যতিক্রম হবে না। ডিসিসিআইয়ের কাজের ফাঁকে অনিককে নিয়ে আনন্দে দিন কাটাব। সেপ্টেম্বর নাগাদ দেশে ফিরবেন বলে জানান ববিতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর