বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভিন্ন রূপে ফেরদৌস-পূর্ণিমা

শোবিজ প্রতিবেদক

ভিন্ন রূপে ফেরদৌস-পূর্ণিমা

জনপ্রিয় চলচ্চিত্র তারকা ফেরদৌস আর পূর্ণিমাকে দর্শক এবার ভিন্ন চরিত্রে বড় পর্দায় দেখতে পাবেন। ফেরদৌস হবেন সাংবাদিক আর পূর্ণিমা এনজিও কর্মী। নোয়াখালীর একটি চরে রয়েছে একটি এনজিও প্রতিষ্ঠান। আর সেখানেই কাজ করেন পূর্ণিমা। চরের মানুষের নানা সুখ-দুঃখের গল্পে নির্মাণ হবে ‘গাঙচিল’ শিরোনামের চলচ্চিত্রটি। আর তাতেই এই অন্যরকম দুই চরিত্রে হাজির হচ্ছেন এ দুই তারকা। মন্ত্রী ওবায়দুল কাদের এমপির উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নঈম ইমতিয়াজ নেয়ামুল চলচ্চিত্রটি নির্মাণ করবেন। ডিসেম্বর থেকে শুরু হবে এ ছবির শুটিং। ‘গাঙচিল’ প্রযোজনা করবে ফেরদৌসের প্রযোজনা সংস্থা ‘নুজহাত ফিল্মস’ এবং নেয়ামুলের প্রযোজনা সংস্থা ‘ইচ্ছেমতো’। ৬ আগস্ট গুলশানের এক অভিজাত রেস্টুরেন্টে এই দুই প্রযোজনা সংস্থার ব্যানারে ফেরদৌস ও পূর্ণিমা চুক্তিপত্রে স্বাক্ষর করে আনুুষ্ঠানিকভাবে ‘গাঙচিল’ চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হলেন। এই দুই অভিনয়শিল্পী দীর্ঘ নয় বছর পর আবারও চলচ্চিত্রে জুটি হয়ে ফিরছেন। নির্মাতা নেয়ামুল বলেন, “গল্পের প্রয়োজনেই পূর্ণিমাকে নেওয়া হয়েছে। ফেরদৌস ভাইয়ের প্রযোজনায় এর আগেও আমি ‘এক কাপ চা’ চলচ্চিত্র নির্মাণ করেছি। এবারও নতুন চলচ্চিত্র নির্মাণে ফেরদৌস ভাই পাশে দাঁড়ালেন।” ফেরদৌস বলেন, একটি মানসম্মত মৌলিক গল্পের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। দর্শক এই ছবিতে আমার সঙ্গে পূর্ণিমার ভিন্নধর্মী কাজ দেখতে পাবে। আশা করি অন্যরকম গল্পের ছবি হওয়ায় এটি দর্শক মন কাড়বে। পূর্ণিমা বলেন,  ফেরদৌস একজন ভালো অভিনেতা। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি এটি আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। এ জন্যই দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফিরলাম। তাছাড়া নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাতা হিসেবে ‘এক কাপ চা’-এর মাধ্যমে ইতিমধ্যে মুনশিয়ানা দেখিয়েছেন। তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি বলে ভালো লাগছে। এদিকে নেয়ামুলের ‘জ্যাম’ ছবিতেও জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা। এই ছবির গল্প লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক প্রয়াত আহমদ জামান চৌধুরী। 

সর্বশেষ খবর