শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নাটক ‘ফেসবুক ছাড়ার ছয়টি উপায়’

শোবিজ প্রতিবেদক

নাটক ‘ফেসবুক ছাড়ার ছয়টি উপায়’

শহীদুজ্জামান সেলিম। তার ছেলে-মেয়ে ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এই নিয়ে বেজায় দুশ্চিন্তায় তিনি। তাই বাধ্য হয়ে তিনি মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা ইরেশ যাকেরের দ্বারস্থ হন। তার পরামর্শেই চলে ছেলেমেয়ের ফেসবুক ছাড়ানোর মিশন। মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা ইরেশ যাকেরের পরামর্শে শহীদুজ্জামান সেলিম ছেলেমেয়ের ফেসবুক আসক্তি কমাতে সফল হন নাকি ব্যর্থ হন? এমনই একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাম ‘ফেসবুক ছাড়ার ছয়টি উপায়’। নাটক প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘তরুণরা ফেসবুকের ওপর এমনভাবে আসক্ত হয়ে পড়ছে যা ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। এই নাটকে আমি এরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এমনভাবে ফেসবুক ব্যবহার করা উচিত নয় যার কারণে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়। আশা করি নাটকটি ভালো লাগবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, ইয়াশ রোহান এবং সিফাত শাহরিন। ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। 

সর্বশেষ খবর