শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নুসরাতের স্বপ্ন পূরণ...

আলাউদ্দীন মাজিদ

নুসরাতের স্বপ্ন পূরণ...

মানুষের মন সব সময়ই স্বপ্নমুখী। স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে। জীবনের চারপাশে স্বপ্নগুলো রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলে। সেই উড়ন্ত স্বপ্নকে কেউ ধরতে পারে কেউ আবার নিরাশ হয়। নুসরাত ফারিয়া কিন্তু সফল হয়েছেন। বড় পর্দায় অভিনয় জীবনের শুরু থেকে শাকিব খানের স্বপ্ন তাকে স্বপ্নের ঘোরে আচ্ছন্ন করে রেখেছিল। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান তার নায়ক হবেন— এটিই ছিল নুসরাতের দুচোখ ভরা স্বপ্ন। ২০১৫ সালে নুসরাত এলেন চলচ্চিত্রে। এ পর্যন্ত ৮টি ছবিতে তার কাজ করা হয়ে গেছে। বড় পর্দায় কেটে গেছে তার তিনটি বছর। চতুর্থ বছর মানে চলতি বছর এসে তার হাতে ধরা দিল সেই স্বপ্নের প্রজাপতি। স্বপ্নের নায়ক শাকিব খানের বিপরীতে তার কাজ করার স্বপ্ন সার্থক হলো। নুসরাত এবার শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ‘শাহেনশাহ’ ছবিতে। ‘শাহেনশাহ’ পরিচালনা করবেন শামীম আহমেদ রনী। আগে এই পরিচালকের ‘ধ্যাততেরিকি’ ছবিতে কাজ করেছেন নুসরাত। এই স্বপ্নময়ী নায়িকার কথায়— ‘শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু। তার বিপরীতে অভিনয় করা মানে রুপালি চাঁদ হাতে পাওয়া। তার সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাওয়ায় আর দেরি করিনি। সঙ্গে সঙ্গে সুযোগটা লুফে নিয়েছি। বাংলাদেশ-ভারতের অনেক নায়কের বিপরীতেই অভিনয় করেছি, অথচ নিজ দেশের শীর্ষ নায়কের সঙ্গে কাজ করব এটাকে তো কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ বলবই। এখন আমি আমার স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছি। নিজেই রঙিন প্রজাপতি হয়ে স্বপ্নের ভেলায় ডানা মেলেছি।

বর্তমান সময়ে দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে নুসরাতের চলচ্চিত্র জীবনের জন্ম ২০১৫ সালে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটানা কলকাতার সঙ্গে ৪টি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেন নুসরাত। এগুলো হলো ‘আশিকী’ [২০১৫-নায়ক অংকুশ], হিরো ৪২০ [২০১৬, নায়ক ওম], বাদশা [২০১৬, নায়ক জিৎ] ও বস টু [২০১৭-নায়ক জিৎ]। এ ছাড়া জাজের আরও ৩টি স্থানীয় ছবিতে কাজ করলেন নুসরাত। এগুলো হলো— প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি ও ডিটেকটিভ। তিনটি ছবিতেই তার নায়ক ছিলেন আরিফিন শুভ। এবার ২৭ আগস্ট থেকে স্বপ্নের নায়ক শাকিব খানের সঙ্গে নুসরাতের ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। ডিজে হিসেবে গণমাধ্যমে আগমন নুসরাতের। আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনা। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটির মাধ্যমে সবার নজর কাড়েন নুসরাত। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। এরপর তার চলচ্চিত্র জীবনের সূচনা। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। সে ছবি আর নির্মাণ হয়নি। পরের বছর মানে ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার যৌথ আয়োজনের ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। চলচ্চিত্রে পথ চলার শুরু থেকেই গ্লামারের দ্যুতি দিয়ে দুই বাংলার দর্শক নির্মাতার মন জয় করে নেন রূপসী নায়িকা নুসরাত ফারিয়া। রূপের জাদু আর দক্ষ অভিনয় দিয়ে এবার শাকিব খানের মন জয়ের পালা নুসরাতের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর