শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আনন্দমেলায় আনন্দ ভাগাভাগি

শোবিজ প্রতিবেদক

আনন্দমেলায় আনন্দ ভাগাভাগি

বাঁ থেকে আঁখি আলমগীর, শওকত আলী ইমন, কণা, বাপ্পা মজুমদার, কোনাল ও বালাম

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলা। এবারের ঈদে আনন্দমেলায় আনন্দ ভাগাভাগি করতে একই মঞ্চে আসছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, শওকত আলী ইমন, বালাম, কণা ও কোনাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটি নতুন করে কম্পোজিশন করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন।  বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন রশীদের গ্রন্থনা ও পরিকল্পনায় এবারের ঈদ ‘আনন্দ মেলা’ প্রযোজনা করছেন মো. মাহফুজার রহমান। এই প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন,

‘সিম্পনি প্যাটার্নের কম্পোজিশন করেছি আমি। যা হয়তো আগে কেউ করেনি। যে কারণে গানটির উপস্থাপনা একটু অন্যরকম হয়েছে। প্রত্যেক শিল্পীই অসাধারণ গেয়েছেন। একজন সংগীত পরিচালক হিসেবে আমি গানটি করে ভীষণ তৃপ্ত। আর এই গানের সঙ্গে যারা কণ্ঠ দিয়েছেন তারা সবাই আমার প্রিয় শিল্পী। তাদের গায়কি নিয়ে আমার কোনো কথা নেই। শুধু বলব, তারা বেশ ভালো গেয়েছেন। বাপ্পা মজুমদার বলেন, ‘ইমন তো সবসময়ই ভালো কাজ করে। আনন্দলোকের নতুন কম্পোজিশনটিও বেশ সুন্দরভাবেই করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমরা অনেকেই শুনেছি। কিন্তু আনন্দমেলায় এই গানটি দর্শক দেখবে ও শুনবে একটু নতুন ভাবে’ আঁখি আলমগীর বলেন, ‘নিঃসন্দেহে ইমনের কাজ সবসময় ভালো হয়। গানটির দৃশ্য ধারণটিও এক কথায় অসাধারণ হয়েছে। কারণ গানটির দৃশ্য ধারণের সময় মিলনায়তন ভর্তি সব দর্শকের হাতে মোমবাতি ছিল। সবমিলিয়ে কী যে অপূর্ব লাগছিল তা ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে।’ কণা বলেন, ‘ইমন ভাই যেমন শ্রম দিয়ে গানটির কম্পোজিশন করেছেন, ঠিক তেমনি যারা ভিডিওটি নির্মাণে পেছনে ছিলেন তারাও বেশ শ্রম দিয়েছেন। যে কারণে আশা করছি চমৎকার হবে গানটি। দর্শকের মন ছুঁয়ে যাবে।’ কোনাল বলেন, ‘আমি সবার সঙ্গে একমত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ এই গানটিকে ইমন ভাই নতুন একটি রূপ দিয়েছেন। আশা করছি সবার ভালো লাগবে। আগামী ঈদুল আজহার ঈদ অনুষ্ঠান মালায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে। শওকত আলী ইমন সর্বশেষ গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য নিয়ে ‘তোমার জন্য স্বপ্নপূরণ জীবনকে ভালোবাসা, তোমার কথায় ভেঙে চুরমার অনিয়মের বাসা’ গানটির সুর সংগীতায়োজন করেন। গানটি লিখেছেন হারুন রশীদ। 

সর্বশেষ খবর