রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

একদল রিটায়ার চাকরিজীবীর গল্প

শোবিজ প্রতিবেদক

একদল রিটায়ার চাকরিজীবীর গল্প

চাকরি থেকে রিটায়ার করার পর অনেকটা অসহায় লাগে, একা লাগে। বুড়োকে সময় দেওয়ার মতো কাউকেই যেন পাওয়া যায় না। চাকরি থেকে অবসরের পর একাকিত্ব অনুভব করে ঘুরে দাঁড়ানো কয়েকজন মানুষের গল্প নিয়েই মাসুম শাহরিয়ারের রচনায় আবু হায়াত মাহমুদ নির্মাণ করলেন নাটক ‘আবার এলো যে সন্ধ্যা’। নতুন পুরনো দুই প্রজন্মের তারকাদের নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এদের মধ্যে রয়েছেন দিলারা জামান, ড. ইনামুল হক, আবুল হায়াত, মামুনুর রশিদ, শহিদুজ্জামান সেলিম এবং তাদের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, সুজাত শিমুল, মিশু সাব্বির, শহীদুল্লাহ সবুজ, তিনু করিম, আহমেদ সুজন। টেলিফিল্মটি ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি আরও বলেন, ‘এই নাটকের মধ্য দিয়ে দর্শক আমাকে দিলারা জামান, ড. ইনামুল হক, মামুনুর রশিদ, শহিদুজ্জামান সেলিমকে নতুন একটি রূপে দেখতে পাবেন। আর নতুন অভিনয় শিল্পীগুলোকেও নতুনভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে। এই নাটক প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘খুবই জমান একটি নাটক। আর আমাদের সবাই চরিত্রগুলো দেখার মতো। দর্শক মজা পাবে।

মামুনুর রশিদ বলেন, ‘আমাকে টিভি নাটকে এর আগে এই ধরনের চরিত্রে দর্শক দেখেছে কি না আমার মনে পড়ছে না। এই নাটকের প্রতিটি চরিত্র দেখার মতো। আশা করছি ভালো লাগবে।  

সর্বশেষ খবর