রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফেসবুক রাইটস এ ডেটলাইন

শোবিজ প্রতিবেদক

ফেসবুক রাইটস এ ডেটলাইন

বাংলাদেশি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমবারের মতো ডেটলাইন এন্টারটেইনমেন্ট পেল ফেসবুকের অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত ফিচার ফেসবুক রাইটস ম্যানেজার। ৪ আগস্ট মধ্যরাতে ফেসবুক কর্তৃপক্ষ ই মেইলের মাধ্যমে ডেটলাইনের ফেসবুক পেজটি ফেসবুক রাইটস ম্যানেজার ব্যবহারের জন্য নির্বাচনের খবর জানায়। এর ফলে এখন ডেটলাইন এন্টারটেইনমেন্ট এক্সক্লুসিভ রাইটস ভিডিও কন্টেন্ট ফেসবুক প্লাটফর্মে কন্ট্রোল করতে পারবেন। এতে করে ভিডিওগুলো আর কেউ অনুমতি ব্যতীত ব্যবহার করতে পারবে না।  ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ফেসবুক প্লাটফর্মে রাইটস ম্যানেজার ফিচারটি প্রকাশ করে ফেসবুক। বাংলাদেশে প্রথমবারের মতো ডেটলাইন এন্টারটেইনমেন্ট পেল রাইটস ম্যানেজার। এ প্রসঙ্গে  প্রতিষ্ঠান প্রধান ফাহিম ইসলাম জানান ‘এর মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি আরও একটি নতুন যুগে প্রবেশ করল। কারণ ইউটিউবের পর ফেসবুকও এখন আয়ের মাধ্যম হয়ে উঠবে। মানিটাইজেশন ফিচারটি পেলে ইউটিউবের মতো ডুপ্লিকেট আপলোডেড কন্টেন্ট থেকেও রেভিনিউ আদায় সম্ভব হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর