শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদে টিভিতে যত আয়োজন

ঈদে টিভিতে যত আয়োজন

আর কয়েক দিন পরই ঈদুল আজহা। তাই ঈদ ঘিরে বিভিন্ন চ্যানেলে থাকছে নানা আয়োজন। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ আর ধারাবাহিক নাটকের পাশাপাশি থাকবে ম্যাগাজিন অনুষ্ঠান,  সেলিব্রেটি শো আর বাচ্চাদের জন্য মজার কিছু অনুষ্ঠান। এসব নিয়ে থাকছে আজকের আয়োজন—

 

বিটিভি : পাঁচ দিনব্যাপী ঈদ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় প্রচার হবে ‘আনন্দমেলা’ ও আনজাম মাসুদের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘পরিবর্তন’। পাঁচটি নাটক প্রচার হবে। এ ছাড়াও থাকছে গানের অনুষ্ঠান। এটিএন বাংলা : ১০ দিনব্যাপী ঈদ আয়োজনে থাকছে প্রতিদিন দুটি করে বাংলা ছায়াছবি। এক খণ্ডের ঈদ নাটক ২০টি, ৩টি ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান, ১০ পর্বের ঈদ ধারাবাহিক ৩টিসহ শিশুতোষ অনুষ্ঠান প্রচার হবে। গানের অনুষ্ঠান রয়েছে ৮টি ও সেলিব্রেটি শো দুটি। ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে হানিফ সংকেতের নির্দেশনায় ‘শেষ অশেষের গল্প’। এনটিভি : ৭ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন ২টি করে বাংলা ছায়াছবি, ১৪টি একক নাটক, ৭টি  টেলিফিল্ম, ২টি ৭ পর্বের ধারাবাহিক ও ১৪টি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার হবে। চ্যানেল আই : ৮ দিনব্যাপী চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে প্রতিদিন ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে আফজাল হোসেনের পরিচালনায় ‘কাকু যখন কুমিল্লায়’। অন্যদিকে জনপ্রিয় নির্মাতাদের ১০টি টেলিফিল্ম, ১৪টি নাটক, ৭টি সিনেমা, ২টি সংগীতানুষ্ঠান প্রচার হবে। বিশেষ টকশো, সেলিব্রেটি শো এবং ঈদের বিনোদনমূলক অনুষ্ঠানও রয়েছে তালিকায়। আরটিভি : ৭ দিনের ঈদ অনুষ্ঠানে ৭ পর্বের ৩টি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম, ১৪টি বাংলা সিনেমা এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হবে। আরটিভির নিজস্ব প্রযোজনায় ৭টি অনুষ্ঠানও প্রচার হবে। একুশে টেলিভিশন : ৭ দিনব্যাপী ঈদ অনুষ্ঠান প্রচার করবে একুশে টিভি। মাহমুদ দিদারের পরিচালনায় এবং শাহাদাত রাসেলের গল্প ও চিত্রনাট্যে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটক ‘সিনেমা সিনেমা খেলা’। এ ছাড়াও সোহাগ মাসুদের প্রযোজনায় কিছু সেলিব্রেটি শো এবং ঈদের নিয়মিত বিনোদনমূলক অনুষ্ঠানও রয়েছে এ তালিকায়। দুরন্ত টিভি : শিশুদের জন্য দুরন্ত টিভিতে ৫ দিনব্যাপী প্রচার হবে বিশেষ কিছু অনুষ্ঠান। বাংলায় ডাবিংকৃত ৫ দিনে ৫টি করে নতুন শিশুতোষ ছবি প্রচার হবে দুপুর ৩টা থেকে ৫টা এবং রাতে। অন্যদিকে নিয়মিত অনুষ্ঠানগুলো যথারীতি প্রচার হবে ঈদের ৫ দিনব্যাপী। দেশ টিভি : ৭ দিনে ৭টি করে বাংলা সিনেমা, প্রতিদিন বিকাল ৩টা থেকে লাইভ গানের অনুষ্ঠান, সাত দিনে ৭টি একক নাটক, প্রতিদিন একটি করে ঈদ ধারাবাহিক প্রচার হবে। ৭টি ব্যান্ড নিয়ে কনসার্ট প্রচার হবে ঈদের ৭ দিনেই। এ ছাড়া রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে লাইভ গানের অনুষ্ঠান। এসএ টিভি : ৭ দিনের ঈদ অনুষ্ঠানের মধ্যে ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে চিত্রনায়িকা পরীমণির উপস্থাপনায় সেলিব্রেটি শো ‘আমার নায়ক’ প্রচার হবে। এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে পরীমণির ৬ জন নায়ক-জায়েদ খান, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, কায়েস আরজু, ডি এ তায়েব ও রোহানকে নিয়ে। অনুষ্ঠানের এক পর্যায়ে পরীমণি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদেছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক। গাজী টিভি : ৭ দিনে প্রতিদিন ২টি করে বাংলা ছায়াছবি, ১৪টি একক নাটক, ৭টি টেলিফিল্ম ও একটি ধারাবাহিক প্রচার হবে। এ ছাড়া প্রতিদিন ১টি করে লাইভ গানের অনুষ্ঠান, ৭টি সেলিব্রেটি শো এবং ৭টি গেম শো প্রচার হবে। বাংলাভিশন : ৮ দিনব্যাপী অনুষ্ঠানে ৭ পর্বের ৪টি  ধারাবাহিক প্রচার হবে। টেলিফিল্ম ৭টি, ২৫টি একক নাটক এবং ১১টি সিনেমা প্রচার হবে। ঈদের আগের রাতে মমতাজের লাইভ গানের অনুষ্ঠান, আইয়ুব বাচ্চুর পরিবেশনায় গানের অনুষ্ঠান প্রচার হবে। বালাম, তপু, বাপ্পা ও জনকে নিয়ে একটি অনুষ্ঠান হবে। দীপ্ত টিভি : পাঁচ দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন ১টি করে বাংলা সিনেমা, নিজস্ব প্রযোজনায় ৫টি সেলিব্রেটি শো, ১৫টি একক নাটক এবং ২টি ৫ পর্বের ধারাবাহিক অনুষ্ঠান প্রচার হবে। মাছরাঙা : ৭ দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ১টি করে সিনেমা, ৭টি টেলিফিল্ম, ১৪টি একক নাটক, ১টি ধারাবাহিক নাটক থাকছে। এ ছাড়া ‘রাঙা সকাল’, ‘মটু পাতলু’ এবং হলিউডের সিনেমা প্রচার হবে। নাগরিক টিভি : ৭ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ঈদের দিন জাহারা মিতুর উপস্থাপনায় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অংশগ্রহণে থাকছে ‘গান বাক শো’। প্রয়াত নায়ক সালমান শাহ উৎসবে ঈদের দিন থাকছে দুটি ছবি। রয়েছে ৬টি ধারাবাহিক নাটক। সাত দিনে মিউজিক্যাল অনুষ্ঠান ‘গানের মেলা’য় রাত ১১টা থেকে থাকছেন মমতাজ, আসিফ আকবর, ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, কণা, রাজীব-হৈমন্তী এবং ব্যান্ড মাইলস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর