Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৮
ফের সফল মাহি-সাইমন জুটি
শোবিজ প্রতিবেদক
ফের সফল মাহি-সাইমন জুটি
bd-pratidin

আবারও বড় পর্দায় সফল হলেন মাহি-সাইমন জুটি। এবার এ জুটি সাড়া জাগালেন ঈদে মুক্তি পাওয়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে। এর আগে এ জুটি জাজ মাল্টিমিডিয়ার ছবি জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ দিয়ে দর্শকের মনে ব্যাপক আলোড়ন জাগান। পোড়ামন সুপার হিট হয় এ দুই শিল্পীর অসাধারণ অভিনয়ের গুণে। ফলশ্রুতিতে চলতি বছর এ ছবির সিক্যুয়েল ‘পোড়ামন টু’ নির্মিত হয়। ‘জান্নাত’ ছবিতে মাহি এক মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেন। সেই খাদেম এতিম ছেলে সাইমনকে তার বাড়িতে আশ্রয় দেন। এরপর মাহি আর সাইমনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় আবিষ্কার হয় সাইমন আসলে এক জঙ্গি গ্রুপের সঙ্গে জড়িত। শুরু হয় দুজনের সম্পর্কের টানাপড়েন। ছবিটি ঈদে ২২টি সিনেমা হলে মুক্তি পেলেও ব্যাপক দর্শকপ্রিয়তার ফলে দ্বিতীয় সপ্তাহে এসে এখন অর্ধশতাধিক সিনেমা হলে চলছে। 

এই পাতার আরো খবর
up-arrow