Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৫২
নতুন চমক নিয়ে শুভ
শোবিজ প্রতিবেদক
নতুন চমক নিয়ে শুভ

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুল প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও তৈরি করেছেন গোলাম সোহরাব দোদুল নিজেই। আপাতত ছবিটির নাম ঠিক হয়েছে ‘সাপলুডু’। এই সিনেমায় নতুন চমক নিয়ে ফিরছেন পারফেকসনিস্ট অভিনেতা আরিফিন শুভ। তার সঙ্গে জুটি হয়ে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এই সিনেমায় আরও কিছু চমক থাকছে বলে জানান নির্মাতা। দোদুল বলেন, ‘সিনেমাটিতে বেশ কিছু চমক থাকবে। একে একে জানাব সব। আমাদের দেশে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম হয়েছে। নতুন কিছু নিয়েই হাজির হতে যাচ্ছি।’ এ প্রসঙ্গে আরিফিন শুভ বলে, ‘আমি মনে করি ৫টা খারাপ ছবি করার থেকে একটি ভালো ছবি করা অনেক ভালো। তাই ‘আহারে’ ছবির পর একটা ভালো ছবির গল্পের জন্য অপেক্ষা করেছি। আমরা ১৫ সেপ্টেম্বর থেকে এই ছবির জন্য একটি প্রস্তুতিমূলক শুটিংয়ে যাব। বাংলাদেশে এই ধরনের শুটিং মনে হয় এই প্রথম করছেন গোলাম সোহরাব দোদুল ভাই। অক্টোবর থেকে আমাদের মূল ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমার খুব ভালো লাগছে, এমন একটি অ্যাকশন থ্রিলার টাইপ ছবিতে অভিনয় করব বলে।’

 

এই পাতার আরো খবর
up-arrow