Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:০৫
যেভাবে শাকিবের নায়িকা হলেন রোদেলা
শোবিজ প্রতিবেদক
যেভাবে শাকিবের নায়িকা হলেন রোদেলা

‘শিকারি’ ছবির প্রচারণায় শাকিব স্যার যখন কুয়ালালামপূরে, তখন তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তবে ছবিতে কাজ করার কোনো ইচ্ছেই ছিল না আমার। পরবর্তী সময়ে আমি যখন দেশে আসি, শাকিব স্যারের সঙ্গে দেখা করি। তিনি আমাকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু ওই সময়টাতে আমি লেখাপড়া নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল নাচ করতাম। এই বিষয়টি শাকিব স্যার জানতেন। তিনি আমাকে বললেন, তোমাকে যদি একটু গ্রুমিং করা যায় তুমি ভালো অভিনয় করবে। তার পর থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তুতি শুরু হয় আমার। নাচ, আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়, সব কিছুতে শাকিব স্যার আমাকে সাহায্য করেছেন। তিনি হচ্ছেন আমার অভিনয়ের গুরু। এই কারণে আমি শাকিব খানকে স্যার বলি।’ এমনি করে শাকিব খানের সঙ্গে পরিচয়ের কথা জানালেন ‘শাহেনশাহ’ ছবির অন্যতম অভিনেত্রী রোদেলা জান্নাত।

অনেকদিন ধরেই শামীম আহমেদ রনি তার নতুন ছবির নায়িকা নিয়ে জল ঘোলা করে আসছিলেন। অনেক জল্পনা-কল্পনার শেষে বুধবার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘শাহেনশাহ’এর মহরত অনুষ্ঠানে বের হয়ে আসে রোদেলা জান্নাতের নাম। ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হয়েছে আগেই। 

 

এই পাতার আরো খবর
up-arrow