Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:০৭
কর্নিয়ার ‘এলোমেলো জীবন’
শোবিজ প্রতিবেদন
কর্নিয়ার ‘এলোমেলো জীবন’

আসিফ আকবর ও কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশের পরপরই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। আসিফ আকবর বলেন, আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্নিয়া জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন আমাদের এই জুটিকে। এবার আমরা নিয়ে আসছি ‘এলোমেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান, কর্নিয়া অনেক ভালো গায়।’

কর্নিয়া বলেন, আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

এই পাতার আরো খবর
up-arrow