Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:০৭
মালাইকার নতুন ধামাকা
শোবিজ ডেস্ক
মালাইকার নতুন ধামাকা

‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটার কথা মনে পড়ে? সিনেমার মুখ্য চরিত্র শাহরুখ খানকে ছাপিয়ে বেশি নজর কেড়েছিলেন মালাইকা আরোরা। সেটা ছিল শুরু। তারপর বহু ছবিতে নাচের স্টেপে মাত করেছেন মালাইকা। ফের তিনি ফিরছেন সিনেমার পর্দায়। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘পটাকা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০১৫ সালে ‘ডোলি কি ডোলি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। বার ‘পটাকা’র অপেক্ষা। ইতিমধ্যেই ছবির নাচের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা। এ প্রসঙ্গে মালাইকা বলেন— আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভালো লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দুটোই আমার ভালো লেগেছে। গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা নেচেছেন গানটিতে। আর এই গানটি এরই মধ্যে নজর কেড়েছে। কেউ কেউ মনে করছেন এই ছবির মাধ্যমে অনেকদিন আলোচনায় এসেছেন মালাইকা। সিনেমাটি হিট করবে বক্স অফিসে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি।

 

এই পাতার আরো খবর
up-arrow