শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পঁচাত্তরে আবুল হায়াত

শোবিজ প্রতিবেদক

পঁচাত্তরে আবুল হায়াত

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যে কয়েকটি ক্ষেত্রে খুব দ্রুত উন্নত ও আধুনিক হয়েছিল, তার মধ্যে টিভি নাটক অন্যতম। এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তৎকালীন সময়ের বেশ কয়েকজন শক্তিমান অভিনেতা। তাদের মধ্যে অন্যতম সৃষ্টিশীল অভিনেতা হচ্ছেন আবুল হায়াত। যিনি সেই সত্তর দশক থেকে শুরু করে আজও পর্যন্ত তার অভিনয়ের দ্রুতি ছড়িয়ে যাচ্ছেন। অসংখ্য টিভি নাটকসহ তিনি অভিনয় করেছেন মঞ্চ, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। আজ এই গুণী অভিনেতা ৭৫-এ পা দিলেন। মুঠোফোনে তার সঙ্গে আলাপনের এক পর্যায়ে তিনি বলেন, ‘বয়স তো আর একই ফ্রেমে বেঁধে রাখা সম্ভব নয়। প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা একটি সৌন্দর্য থাকে। আমি বয়স নিয়ে তেমন চিন্তিত নই। এই বয়সে এখনো অভিনয় করছি। যেমন শনি-রবিবার জুয়েলের একটি নাটকে কাজ করব। স্ক্রিপ্ট হাতে পেয়েছি মাত্র। ইন্টারনেট আর মোবাইল ব্যবহারের সুফল আর কুফল এই নাটকটিতে তুলে ধরা হয়েছে। একটি কমেডি টাচ আছে নাটকটিতে। আমার চরিত্র বাড়ির মালিক। আসলে এভাবেই অভিনয় আর কাজ দিয়ে সময় পার করে দিতে চাই।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর