রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কলকাতায় ‘চোখ সাহিত্য পুরস্কার’ পেলেন সামিয়া রহমান

দীপক দেবনাথ কলকাতা থেকে

কলকাতায় ‘চোখ সাহিত্য পুরস্কার’ পেলেন সামিয়া রহমান

পুরস্কার গ্রহণ করছেন সামিয়া রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রণীত ‘বঙ্গবন্ধু স্মারক’ সম্মাননা পেলেন ভারতের প্রখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র)। সম্প্রতি কলকাতার বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার মেয়ে বিশিষ্ট অভিনেত্রী মুমতাজ সরকারের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু স্মারক তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতা শঙ্করের হাতে। বঙ্গবন্ধু স্মরণে তার নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হয় কলকাতার ‘চোখ’ পত্রিকার উদ্যোগে। ‘চোখ সাহিত্য পুরস্কার’ তুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং জনপ্রিয় টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের হাতে। একই পুরস্কার পান বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার দীপঙ্কর দাস রতন ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী সীমা ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সামিয়া রহমান, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল ও ‘চোখ’ পত্রিকার সম্পাদক মানিক দে প্রমুখ।

 

সর্বশেষ খবর