Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৭
নেপালে নতুন নাটকে অপূর্ব
শোবিজ প্রতিবেদক
নেপালে নতুন নাটকে অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। সারা বছর তিনি অভিনয়ের মধ্যেই থাকেন। ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য থাকে তার একাধিক নাটক ও টেলিছবি। এদিকে অপূর্ব নেপালে একটি নতুন নাটক নিয়ে ব্যস্ত। ‘ডাকনামে ডাকবে না কেউ’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত ও বিশ্বজিত দত্ত। এই নাটকে আরও আছেন মিথিলা, আইরিন আফরোজ, জনি প্রমুখ। এ প্রসঙ্গে অপূর্ব  জানান, আমি একটু অসুস্থ। সর্দি-ঠাণ্ডা লেগেছে। তবুও নেপালে নতুন একটি নাটকের কাজ করছি। এই নাটকটি গড়ে উঠেছে দুজন হিন্দু-মুসলিম যুবক ও দুজন বালিকাকে ঘিরে। যেখানে জনি থাকে হিন্দু আর আমি থাকি মুসলিম। আমাদের সঙ্গে একসময় পরিচয় হয় আইরিন ও মিথিলার। এরপর কাহিনী এগিয়ে যায়। জানা যায়, খুব শিগগিরই যে কোনো একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

 

এই পাতার আরো খবর
up-arrow