Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৮
প্রিয়াঙ্কা প্রসঙ্গে নিক
শোবিজ ডেস্ক
প্রিয়াঙ্কা প্রসঙ্গে নিক

বন্ধুর মাধ্যমে আলাপ, তারপর মেসেজে কথাবার্তা শুরু হয়। আলাপের আগে এভাবেই টানা ৬ মাস কথাবার্তা চলেছিল। তখনো সেভাবে ব্যক্তিগতভাবে কিছু এগোয়নি। বাকিটা সবাই জানে। প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেমের শুরু ঠিক এভাবেই হয়েছিল। সম্প্রতি, ‘টুনাইট শো উইথ জিমি ফ্যালন’-এ হাজির হয়ে দেশি গার্লের প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেমের গল্পই শেয়ার করলেন ভারতের মার্কিন জামাই নিক জোনাস। কথাবার্তার শুরুতে প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের জন্য তাকে শুভেচ্ছা জানান জিমি ফ্যালন। তারপর নিককে প্রশ্ন করেন, প্রিয়াঙ্কার সঙ্গে তার আলাপ কীভাবে হয়? প্রেমটাই বা হয়েছিল কীভাবে? প্রশ্নে নিক কিছুটা লজ্জা পেয়ে গিয়েছিলেন ঠিকই তারপর শুরু করেন প্রেমের গল্প। নিক জানান, ‘এক বন্ধু মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল, এরপর টেক্সটে কথাবার্তা হতো। সামনাসামনি হওয়ার আগে এভাবেই কথাবার্তা চলছিল। মেট গালা-তে আমারা প্রথম সামনাসামনি হলাম। তারপর বিষয়টা অন্যদিকে গড়ায়।’ এমনি করেই নিজেদের প্রেমের গল্প বলেন নিক।

 

এই পাতার আরো খবর
up-arrow