বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
নতুন মুখের সন্ধানে-২০১৮

মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা

আলাউদ্দীন মাজিদ

মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা

ফের মঞ্চ মাতাবেন একঝাঁক চলচ্চিত্র তারকা। চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রম-২০১৮-এর বর্ণাঢ্য উদ্বোধন হবে ১৬ সেপ্টেম্বর একটি পাঁচতারকা হোটেলে। এতে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বকে নেচে-গেয়ে বর্ণিল করে তুলবেন একঝাঁক তারকা। যারা সেদিনের মঞ্চ মাতাবেন তাদের মধ্যে থাকছেন— ফেরদৌস. পূর্ণিমা, মাহিয়া মাহী, পরীমণি, জায়েদ খান, বাপ্পী, আঁচল, সাইমন প্রমুখ। সাংস্কৃতিক পর্বের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন অভিনেতা রিয়াজ এবং নাবিলা কিংবা তানজিকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আরও থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যসচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসিরউদ্দীন আহমেদ। চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করতেই চলচ্চিত্র পরিচালক সমিতির এই উদ্যোগ— জানালেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। প্রতিযোগিতার মাধ্যমে নায়ক-নায়িকা, খলনায়ক, পার্শ্বঅভিনেতা, কৌতুকাভিনেতা ও শিশুশিল্পী উপহার দেওয়া হবে। উদ্বোধনী দিন থেকেই নতুন মুখের সন্ধানে অনুষ্ঠানে অংশগ্রহণেচ্ছুকরা আবেদন করতে পারবেন। উদ্বোধনী দিনে বিশেষ একটি চমক থাকছে। আর তা হলো শুরুতেই প্রতিযোগিতায় অংশ নিতে প্রতীকীভাবে আবেদন করবেন উপস্থিত চার মন্ত্রী ও দুই সচিব। সব মিলিয়ে জমকালো একটি আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতি। ২৭ বছর আগে শেষবার এফডিসির উদ্যোগে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। এর আগে আরও দুবার এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই কার্যক্রম থেকে অতীতে মিশা সওদাগর, সোহেল, দিতি, সুব্রত, সাত্তার, মান্না, অমিত হাসান, আমিন খানসহ অনেকেই চলচ্চিত্রে এসেছেন।

১৯৮৪, ১৯৮৮, ১৯৯০ সাল, মানে মোট তিনবার নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার আয়োজন হয়। এবার চতুর্থবারের মতো এই আয়োজন হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে।

সর্বশেষ খবর