রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মঞ্চে আসছে থিয়েটার ও বাতিঘরের নতুন নাটক

শোবিজ প্রতিবেদক

থিয়েটার মঞ্চে নতুন নাটক থিয়েটার চর্চায় গতির সঞ্চার করে। বড় বড় দলের পুরনো নাটক ব্যতীত তেমন কোনো উল্লেখযোগ্য নতুন নাটক নেই। মধ্যম সারির কিছু নাট্যসংগঠন নতুন কিছু প্রযোজনা আনলেও সেটা থিয়েটারের জন্য খুবই অপ্রতুল। তবে এ বছর নতুন কিছু মঞ্চ নাটক আসছে। খুব শিগগিরই থিয়েটার এবং বাতিঘর নাট্যদল নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে। নোবেলজয়ী নাট্যকার দারিও ফো-এর ‘An Accidental Death of an Anarchist’ অবলম্বনে থিয়েটার মঞ্চে আনছে নতুন নাটক ‘ মৃত্যু না হত্যা’। বিভাস চক্রবর্তীর রূপান্তরে এটির নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম রফিক। জানা যায়, এটিতে অভিনয় করবেন থিয়েটারের খ্যাতিমান অভিনয়শিল্পীরা। এদিকে প্রতিশ্রুতিশীল নাট্যদল বাতিঘর তাদের ঊর্নাজাল, অলিখিত উপাখ্যান এবং র‌্যাডক্লিফ লাইন নাটকের সাফল্যের ধারাবাহিকতায় এবার মঞ্চে আনছে নতুন নাটক জর্জ ওরিয়েলের ‘অ্যানিমেল ফার্ম।’ এটির নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। এ ছাড়াও মুক্তনীলের নির্দেশনায় ‘শকুননীতি’ নামক আরও একটি মঞ্চনাটক নিয়ে অচিরেই মঞ্চে আসার কথা রয়েছে বাতিঘরের।  

সর্বশেষ খবর