মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ছোটদের জন্য পার্থর গান

শোবিজ প্রতিবেদক

ছোটদের জন্য পার্থর গান

স্টেজশো আর নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত ব্যান্ডসংগীতের জনপ্রিয় তারকা পার্থ বড়ুয়া। বাজারে অনেক দিন ধরেই নতুন কোনো গান নেই  তার। নতুন খবর হচ্ছে সম্প্রতি ছোটদের নিয়ে গান করলেন গায়ক ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ১২টি জনপ্রিয় ছড়া গানের তালে তালে তুলে ধরা হয়েছে। ছড়াগানগুলোতে কণ্ঠ দিয়েছে জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ১২ শিশুশিল্পী। মজার বিষয় হলো- ছড়াগানগুলোতে আবৃত্তিও রয়েছে। আবৃত্তিতে কণ্ঠ দিয়েছেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। ছড়াগুলো হচ্ছে- শামসুর রাহমানের ‘রূপকথা’, হোসনে আরার ‘সফদার ডাক্তার’, লুত্ফর রহমান রিটনের ব্যাং, ল্যাং, ট্যাং, হাসান হাফিজের নাসিকার গর্জন, কামাল হোসেনের ‘সিফাত ও কাঠবিড়ালি’, আনজীর লিটনের ‘হ্যালো জলপরী’, রোকনুজ্জামান খানের ‘গাধার কান’, নাসিমা বেগমের ‘বায়না’, আমীরুল ইসলামের ‘আমি কথা বলি’, সুকুমার বড়ুয়ার ‘ঠিক আছে’, ওবায়দুল গনি চন্দনের ‘আলু’ এবং আসলাম সানির  ‘খোকন সোনা’। চারটি ভলিউম আকারে ছড়াগানগুলো প্রকাশ করা হবে। প্রথমে ১২টি গান দিয়ে একটি সিডি প্রকাশ হবে। ছড়াগুলোকে সুর ও সংগীতায়োজন করতে দিনরাত পরিশ্রম করেছেন পার্থ বড়ুয়া। গানগুলো গতকাল আন্তর্জাতিক শিশুদিবসে প্রকাশ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর