বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রেহানের বাজে স্বভাব ছুটছে

শোবিজ প্রতিবেদক

রেহানের বাজে স্বভাব ছুটছে

ছোটবেলায় গান শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। ১১ বছর বয়সেই উচ্চাঙ্গসংগীতে পুরস্কার পেয়েছিলেন। এরপর গানটা পেশাগতভাবে করতে না পারলেও কণ্ঠ নিয়েই কাজ তার। রেডিও জকি হিসেবে কাজ করছেন সাত বছরেরও বেশি সময় ধরে। এবিসি রেডিওর আরজে হিসেবে শ্রোতাপ্রিয়তা পেলেও সারা দেশের মানুষ তাকে চিনেছে বাজে স্বভাব গানের মাধ্যমে। নিজের লেখা ও সুরে পৃথ্বীরাজের মিউজিকে  বাজে স্বভাব গানটি ইউটিউবে দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। আর ফেসবুকের আন অফিশিয়াল আপলোডের তো কোনো হিসাবই নেই। নিজের প্রথম মৌলিক গান অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া প্রসঙ্গে রেহান বলেন, লাখ লাখ মানুষের ভালোবাসা! এখনো প্রতিদিনই গানটা কেউ না কেউ শোনে। ওপার বাংলা থেকেও দারুণ সাড়া পাচ্ছি। রেহান জানালেন, বাজে স্বভাবটা ধরে রাখতে চান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে ব্যয়বহুল ভিডিওসহ শিগগিরই আসছে রেহানের বাজে স্বভাব ২।

সর্বশেষ খবর