শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মরক্কোয় সৃষ্টি কালচারাল সেন্টার

শোবিজ প্রতিবেদক

মরক্কোয় সৃষ্টি কালচারাল সেন্টার

বাংলাদেশ উন্নয়ন মেলা উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, মরক্কোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে মরক্কো গেছে সৃষ্টি কালচারাল সেন্টার ও কণ্ঠশিল্পী স্বপ্নীল সজিব। মরক্কোর রাজধানী রাবাতের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসনের আমন্ত্রণে ৬ অক্টোবর বিকাল ৫টায় আমাজিং সাংস্কৃতিক রয়্যাল ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠান পরিবেশন করবেন তারা। অনুষ্ঠানে রাবাতে অবস্থানকারী দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, রাবাতে বসবাসরত বাংলাদেশি ও মরক্কোর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার প্রয়াসে দীর্ঘদিন ধরে এ ধরনের অনুষ্ঠান করে আসছে সৃষ্টি কালচারাল সেন্টার। এবারের অনুষ্ঠানটি আরও ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বলে জানান সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। দেশাত্মবোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী দেশীয় নৃত্য পরিবেশিত হবে, এছাড়া গান গাইবেন স্বপ্নীল সজিব। আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে অনুষ্ঠানে আরও যারা অংশ নেবেন- নৃত্যশিল্পী মুশফিকুর রহমান ও কাজল।

সর্বশেষ খবর