শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

মহড়া কক্ষ থেকে ‘গ্যালিলিও’ (সংগৃহীত) নাটক

প্রদর্শনী

সাদা-কালো ড্রইং নিয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ

শান্তা মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে উত্তরার ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালরিতে চলছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক সাদা-কালো প্রদর্শনী। ১৯ অক্টোবর শেষ হবে প্রদর্শনী।

 

নাটক

প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’

৮ অক্টোবর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘আওরঙ্গজেব’। ওই দিন সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়ন হবে নাটকটি।

মোহিত চট্টোপাধ্যায় রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা।

 

নাগরিকের গ্যালিলিও

নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৬তম প্রযোজনা বের্টোল্ট ব্রেশটের ’গ্যালিলিও’ মঞ্চস্থ হচ্ছে আজ মহিলা সমিতিতে।  আবদুস সেলিম অনূদিত এবারের গ্যালিলিওর নির্দেশনায় রয়েছেন পান্থ শাহিরয়ার। অভিনয়ে আলী যাকের, আসাদুজ্জামান নূর, পান্থ শাহিরয়ার, লাবণ্য, ফারহানা মিঠু, আবদুর রশীদ, মোস্তাফিজ শাহীন এবং আরও অনেকে। পোশাক পরিকল্পনায় রয়েছেন সারা যাকের এবং সহযোগিতায় রয়েছেন নিমা রহমান, আলোক নির্দেশনায় আছেন নাসিরুল হক খোকন। প্রযোজনাটির নির্বাহী অধিকর্তা সারা যাকের। নাটকটির পরবর্তী প্রদর্শনী হবে ১৪ অক্টোবর।

 

অন্যান্য

তিন প্রজন্মের আলাপন

মঞ্চনাটকের নির্দেশকদের সংগঠন থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশের আয়োজন আজ সকাল ১০টায় মহিলা সমিতিতে। তিন প্রজন্মের মুখোমুখী আলাপনে থাকবেন নাট্য নির্দেশক মামুনুর রশীদ ও নাসিরউদ্দিন ইউসুফ।

আজ শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য উৎসব

আজ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আয়োজনে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। বিকাল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালায় ১১ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যজন মামুনুর রশীদ ও ভারতের নাট্যাভিনেতা বিভাষ চক্রবর্তী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর