শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অন্তরালের চন্দন সিনহা

শোবিজ প্রতিবেদক

অন্তরালের চন্দন সিনহা

‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় চন্দন সিনহা। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের হাত ধরে সংগীত জগতে আসা এ গায়ক সবসময় অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবুও তার গান তাকে সামনে নিয়ে আসে। তিনি যে খুব বেশি গান করেন তা নয়। বেছে বেছে গান করেন, তাও সংখ্যায় নগণ্য। কিন্তু এ পর্যন্ত তিনি যা গান করেছেন তা শ্রুতিমধুর হয়েছে শ্রোতাদের কাছে। তাই তিনি আজ নন্দিত। পেয়েছেন জাতীয় পুরস্কারও। চন্দন সিনহা ক্যারিয়ারে গান খুব কম করেছেন। কিন্তু প্রাপ্তি বা শ্রোতাপ্রিয়তার তালিকা তার দারুণ সমৃদ্ধ। তাই নিঃস্ব গানটির পরেই যে দ্বৈত গানটি তিনি রিলিজ করেছেন তার জন্য পেলেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। গানটির শিরোনাম ছিল ‘আঙ্গুলে আঙ্গুল’। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, বাংলাদেশের সংগীত তারকাদের ভিতরে এটিই সবচেয়ে বড় সম্মাননার আসর। আধুনিক গানে সেরা কণ্ঠশিল্পীর এই সম্মাননা প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘আমি সব সময়ই খুব কম কাজ করেছি। নিজের আত্মতুষ্টির জন্য গান করি। তাই গানের কথা বা সুরের সমৃদ্ধি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ তারকার লড়াইয়ে কখনো ছিলাম না বা থাকব না। মানুষের হৃদয়ে সব সময় থেকে যেতে চাই।’ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এই সম্মাননা সংগীত শিল্পীদের আরাধ্য। দ্বৈত গানটিতে চন্দনের সঙ্গে গেয়েছেন তরুণ প্রতিভাবান গায়িকা সিঁথি সাহা। নতুন গান প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘একেবারেই আলাদা ঢঙের কিছু কাজ করার কথা ভাবছি। আগে বিষয়টি তৈরি হোক। তখনই শ্রোতাদের জানাব। নয়তো যে কোনো কিছুতেই প্রচারের ঢোল বাজাতে চাই না আমি। শ্রোতারা যাতে আমার কাজে কখনো মানহীন এই অভিযোগ না তুলতে পারেন সেই প্রচেষ্টাই করে যাই আমি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর