শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জয়ার স্বপ্ন পূরণ

আলাউদ্দীন মাজিদ

জয়ার স্বপ্ন পূরণ

নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর এক সত্তার নাম হুমায়ূন আহমেদ। শারীরিকভাবে তিনি গত হয়েছেন অনেক আগেই। কিন্তু নিজের অনন্য সৃষ্টি কর্মে এখনো অমর হয়ে আছেন তিনি। হুমায়ূন সাহিত্য সব প্রজন্মের মনের গণ্ডি ছুঁয়েছে। তার রচনা মানেই অন্য রকম উন্মাদনা। আর এই উন্মাদনার ছায়া পড়েছে অভিনেত্রী জয়ার মনের গভীরে। এই কীর্তিমান মানুষের সৃষ্টিকে কীভাবে নিজের মধ্যে ধারণ করে হুমায়ূন অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তার ঘুণপোকা অনেক দিন ধরেই জয়ার বুকের অলিন্দে লতিয়ে উঠছিল। একসময় এই কলম জাদুকরের ‘দেবী’কে লেখার অক্ষর ভেঙে জীবন্ত রূপ দেওয়ার প্রয়াসে অবতীর্ণ হলেন জয়া। তার কথায়— ‘দেবী’র চলমান চিত্র তৈরি আর এর রানু চরিত্রটি করার সুপ্ত ইচ্ছা আমার দীর্ঘদিনের। ভেবেছিলাম কেউ হয়তো উদ্যোগটা নেবেন আর আমাকে রানু হওয়ার প্রস্তাব দেবেন। না, কেউ অফার করছিলেন না। কেউ বলছিলেনও না এটা নিয়ে সিনেমা বানাবেন। ভাবলাম, সারা জীবন এত চরিত্রে কাজ করেছি। আর এই চরিত্রে কাজ করব না। তা কি হয়। তারপরে মাথায় ভূত চাপল— ‘দেবী’ আমিই বানাব। এরপরেই প্রযোজনায় আসা। নিজেই রানু চরিত্রটি নিয়ে নিয়েছি। অন্য কারও কথা ভাবিনি। সিনেমার সব কাজ শেষ এখন শুধু মুক্তি দেওয়ার পালা।’ উচ্ছ্বসিত জয়া বলেন, ‘হুমায়ূন আহমেদ একজন জনপ্রিয় লেখক। তার অসংখ্য জনপ্রিয় উপন্যাসের একটি দেবী। এই উপন্যাস নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এই প্রথম রানুর পাশাপাশি মিসির আলিকে বড় পর্দায় দেখবেন হুমায়ূন পাঠকরা। দেবীর প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘দেশে তো দেখবার মতো ছবি দেখার সুযোগই পাই না। এটা পরিবারসহ দেখার মতো একটা ছবি। আপনারা না দেখলে মিস করবেন। আমি যেখানে যাই, সবাই বলছে— দেবী কবে রিলিজ হচ্ছে। আমি খুবই খুশি যে, টিজার প্রকাশিত হওয়ার পর থেকে সবাই দেবীকে খুবই পজিটিভলি নিয়েছে। আমার জন্য এটি আরও বেশি ভালো লাগার বিষয় যে ছবিটি নির্মাণ আর রানু চরিত্রে কাজ করতে পেরেছি।’ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড় পাওয়া অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ১৯ অক্টোবর বড় পর্দায় উঠছে। এর সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জয়া আহসান বলেন, ‘দেবী’ মানে আমার স্বপ্ন পূরণ। চলচ্চিত্র নিয়ে দর্শকের অনেক বেশি প্রত্যাশা। এতে বাংলাদেশের নারীদের নিরাপত্তার কথা বলা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশ্বস্ত করছি, চলচ্চিত্রটি দর্শকদের সন্তুষ্ট করবে। এর মধ্যে তারা তাদের রানুকে পাবেন।’ বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়া বলেন, বাংলাদেশে ধীরে ধীরে চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণের জায়গা তৈরি হচ্ছে। আমি আশাবাদী, এরকম চলচ্চিত্র এক সময় সারা বিশ্বের বাঙালিদের হৃদয় জয় করবে। জয়া-চঞ্চল ছাড়াও ‘দেবী’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর