শিরোনাম
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শুটিং স্পট

পান্থ আফজাল

শুটিং স্পট

রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের মন্দিরা শুটিং হাউসসহ আশপাশের কিছু স্থানে হয়ে গেল মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ও হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কাচের পুতুল’ এর শুটিং। প্রথম লটের দৃশ্য ছিল দুলাভাই টুটুল চৌধুরী আর শ্যালক অপূর্বের। গল্পে দেখা যায়, সামীর কোটিপতির সন্তান আর লতা ময়মনসিংহ জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ঘটনাচক্রে সামীর রহমানের সঙ্গে বিয়ে হয়ে যায় লতার। বিয়ের পর পরই গুলশানের আলিশান বাড়িতে স্থান হয় লতার। নতুন সংসার নতুন পরিবেশ সবকিছুর সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে থাকে এবং একটা সময় সেই আবিষ্কার করে তার স্বামী ড্রাগ এডিক্টেড। নাটকটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নাবিলা ইসলাম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, সুষমা সরকার, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমুখ। এদিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক ডকুমেন্টারি ফ্লিম বা ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর শুটিং শুরু হয়েছে কবি নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। ডকুফ্লিমের পরিচালক ফেরদৌস খান। নজরুল স্মৃতিকে ধারণ করতে নির্মাতা দরিরামপুর  স্কুল,  সুকনির বিল, বটতলাসহ নানা স্থানে শুটিং করেন। কামাল হোসেন বাবরের রচনা ও পরিচালনায় কিছুদিন আগে শুটিং হয় ‘বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন’ ধারাবাহিক নাটকটির। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল হোসেন বাবর, এ্যানি খান, মৌসুমী নাগ, ফারুক আহমেদ, তারেক স্বপন, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু, লিজা খানম প্রমুখ। গোলাম রাব্বানী ও গল্প এবং গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘সত্যমন্ত্র’। বংশপরম্পরায় একটা অভিশাপ ধারণ করে আছে সৈয়দ বাড়ির সদস্যরা। সেই অভিশাপে ধ্বংসের মুখ থেকে রক্ষা পেয়ে এখনো টিকে আছে এই পরিবারের কজন সদস্য। সৈয়দ বাড়ির সদস্যদের টানাপড়েন নিয়েই এটির গল্প। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ওয়াহিদা মল্লিক জলি, আজাদ আবুল কালাম, তারিন জাহান, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সাদিয়া জাহান প্রভা, নিলয় আলমগীর, কাজল সুবর্ণ, আতিক রহমান, রিমু খন্দকারসহ অনেকেই। এদিকে এফডিসির ৩ নম্বর ফ্লোরে শুরু হয়েছে দুরন্ত  টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’। ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ-এই ৪ ধর্মের আলোকে শিশুদের অংশগ্রহণে নির্মিত হচ্ছে এই অনুষ্ঠানটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর