সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্টেজ শোতে সেরা যারা

স্টেজ শোতে সেরা যারা

অডিও, চলচ্চিত্রে গানের পর শিল্পীদের প্রিয় গানের জায়গা হচ্ছে স্টেজ। গুণীজনদের মতে, একজন শিল্পীর ভালো-মন্দের মাপকাঠিও হচ্ছে এই স্টেজ। গানের জগতে অনেক শিল্পী থাকলেও স্টেজ মাতানো শিল্পীর সংখ্যা হাতেগোনা। তেমনি কিছু স্টেজ মাতানো শিল্পীর কথা তুলে ধরেছেন— আলী আফতাব

 

মমতাজ

মমতাজ বেগম, বাংলা লোকগানের এক জনপ্রিয় শিল্পী। মমতাজের নতুন গান মানে নতুন চমক। অডিও কিংবা চলচ্চিত্র, সেখানেই তিনি কণ্ঠ দিয়েছেন পেয়েছেন অঢেল জনপ্রিয়তা। আধুনিকতার সঙ্গে লোকজ গানকে মিশিয়ে এক নতুন আঙ্গিক দিয়েছেন তিনি। স্টেজ শোতে এখনো অপ্রতিদ্বন্দ্বী শিল্পী তিনি। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘স্টেজ হচ্ছে আমার প্রাণের জায়গা। আমার গানের শুরু এই স্টেজ থেকে। আর একজন শিল্পী ভালো গাইছে নাকি মন্দ গাইছে সে স্টেজে দাঁড়ালেই বুঝতে পারবে। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে এই স্টেজ।’

 

আঁখি আলমগীর

বর্তমান সময়ে স্টেজ শোর আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন আঁখি আলমগীর। এই মাসের ১৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে রয়েছে তার স্টেজ শো। আঁখি বলেন, শো না থাকলেও খুব খারাপ লাগে। আবার অতিরিক্ত হলেও সহ্য হয় না। তবুও শিল্পী হয়েছি বলে আয়োজক এবং শ্রোতাদের মন-মান রক্ষার্থে এখন প্রায় প্রতিদিনই আমাকে স্টেজ মাতাতে হচ্ছে। তিনি আরও বলেন, এখন দেশের পাশাপাশি বিদেশের শোতেও অংশ নিচ্ছি। গান করার জন্য স্টেজটাতে আমি যখন দাঁড়াই, আমার আমিকে তখন খুঁজে পাই। সংগীত চর্চার জন্য আসল জায়গা হলো এই স্টেজ।

 

কণা

স্টেজ শো নিয়ে ব্যস্ত শিল্পীর তালিকার মধ্যে কণা অন্যতম। এই মাসে এরই মধ্যে প্রায় ১২টি শো করেছেন তিনি। আর হাতে আছে আরও ৮টি শো। স্টেজে তার জনপ্রিয়তা অশেষ। শ্রোতারা তার কণ্ঠে গান শোনার অপেক্ষায় থাকে। স্টেজ শো করেই তিনি ক্ষান্ত নন। তিনি গানের ভুবনে নতুন গান ও মিউজিক ভিডিও দিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে কণা বলেন, গান ভালো কি মন্দ, শিল্পী কেমন গাইতে জানেন, এসব পরীক্ষার একটি প্রধান জায়গা স্টেজ। স্টেজে গান গাইতে গেলে আমি প্রাণ খুঁজে পাই। আমারও ভালোবাসার জায়গা হলো এই স্টেজ।

 

পড়শী

খুদে গানরাজ থেকে বেরিয়ে আসা কণ্ঠশিল্পী পড়শী এখন বেশি ব্যস্ত স্টেজ শো নিয়ে। তার মধ্য থেকে দর্শক ও শ্রোতাদের দিয়ে যাচ্ছেন নতুন নতুন গান ও মিউজিক ভিডিও। নতুনদের মধ্যে স্টেজ শোতে এখন বেশ জনপ্রিয় পড়শী। এই মাসে এরই মধ্যে চারটি শো শেষ করেছেন তিনি। আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকার বাহিরে স্টেজ শো আছে তার। পড়শী বলেন, ‘গান ও স্টেজ শো এই দুটো বিষয়েই আমি একটু বেছে করি। সব সময় সব শোতে আমি যেতেও পারি না পড়াশোনার কারণে। কিন্তু স্টেজটা আমার ভালো লাগার জায়গা। স্টেজের সামনে দর্শক দেখলেই আমার মন ভরে যায়।

 

ইমরান

এই সময়ের এক দল দর্শক শ্রোতার কাছে কণ্ঠশিল্পী ইমরানের জনপ্রিয়তা অনেক। তাদের কাছে স্টেজ মাতাতে তার জুড়ি মেলা ভার। তার প্রমাণও তিনি দিয়েছেন অনেক স্টেজে। এই মাসে এরই মধ্যে বেশ কিছু শো শেষ করেছেন তিনি। হাতে আছে আরও বেশ কিছু শো। শুধু দেশের মাটিতেই নয় বিদেশের মাটিতেও তার বেশ। স্টেজ শোর পাশাপাশি তিনি গানের ভুবনে একের পর এক দিয়ে আসছেন নতুন নতুন গান ও মিউজিক ভিডিও। স্টেজ শো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভালোলাগা কিংবা ভালোবাসার প্রধান জায়গা হচ্ছে এই স্টেজ। আমি প্রাণ খুঁজে পাই এখানে দাঁড়ালে। দর্শক যখন আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গায়, তার কী যে আনন্দ বলে বুঝাতে পারব না।’

 

কোনাল

এই বছরই সংগীত ক্যারিয়ারের আট বছর পূর্ণ করেছেন কোনাল। আধুনিক, নজরুল, রবীন্দ্রসংগীতসহ সব ধরনের গানই কণ্ঠে তুলেছেন এই শিল্পী। স্টেজ শোতে সব সময়ই বেশি উজ্জ্বল কোনাল। প্রায় সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে শো থাকে তার। গত দুই মাসে একাধিক মঞ্চে গেয়েছেন। সামনে আরও কিছু শোতে গাওয়ার কথা চূড়ান্ত হয়ে আছে। কোনাল বলেন, স্টেজে উঠলেই বোঝা যায় একজন শিল্পীর কোয়ালিটি কতটুকু। সরাসরি শ্রোতার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় স্টেজের মাধ্যমেই। শ্রোতারা কী ধরনের গান পছন্দ করে সেটা বিবেচনায় নিয়ে আবার নতুন গানও বাঁধা যায়।

সুতরাং শিল্পীর জন্য স্টেজের গুরুত্ব সবচেয়ে বেশি। এ বিষয়টা মাথায় রেখেই আমি কাজ করি।

 

সালমা

বাংলা ফোক গানের আরেক জনপ্রিয় শিল্পী সালমা। নতুন গানের পাশাপাশি তার বর্তমান ব্যস্ততা স্টেজ শো নিয়ে। স্টেজে তার কণ্ঠে লালন গানে মুগ্ধ দর্শক। স্টেজ শো প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টেজই হচ্ছে শিল্পীদের আসল জায়গা। যেখানে সরাসরি গান শোনানো যায় শ্রোতাদের। ভালো, মন্দ, দোষ-ত্রুটি সব কিছু শ্রোতাদের সামনেই হয়। তাদের সাড়াটাও সরাসরি পাওয়া যায়। তাই আমি স্টেজে গাইতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। এটা আমার ভালোবাসার জায়গা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর