রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া কলকাতায়ও

কলকাতা প্রতিনিধি

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া কলকাতায়ও

৯০-এর দশকে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি কেবল বাংলাদেশের সংগীতশিল্পের অন্যতম সৃষ্টিই নয়, কলকাতার নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল। ওই গানের প্রতি মুগ্ধ হয়েই পশ্চিমবঙ্গের রাজধানী থেকে উত্থান হয় একের পর এক বাংলা ব্যান্ড দলের। আর তাই কিংবদন্তি এই সংগীতশিল্পীর প্রয়াণের পর গত দুই দিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জ্ঞাপন করেছেন, তার আত্মার শান্তি কামনা করেছেন অগণিত ভক্ত। কলকাতার বিশিষ্ট গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় টুইটে এই মহান গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন ‘বাচ্চু ভাই-এর (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’ বাচ্চুর মৃত্যু ও তার একদিন আগে বিশিষ্ট সাংবাদিক, লেখক পৌলমী সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করে ‘ফসিল’ ব্যান্ড-এর রূপম ইসলাম তার টুইট পেজে লেখেন ‘কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলমী আর আজ বাচ্চু ভাই...আর কী কী দুঃসংবাদ শুনতে হবে? আইয়ুব বাচ্চু। সেই তুমি কেন এত অচেনা হলে!’ একটি পুরনো ভিডিও পোস্ট করে তিনি লেখেন ‘স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে অনেক পরিকল্পনা হয়েছিল এরপর। কিছুরই বাস্তবায়ন হলো না। শ্রদ্ধা।’ প্রতিষ্ঠিত গায়ক ও ছবি পরিচালক অঞ্জন দত্ত জানান ‘আইয়ুব বাচ্চুর মৃত্যু বড় ক্ষতি।’ যদিও এর বেশি কিছু বলতে চাননি তিনি। আরেক বিশিষ্ট গায়ক ও ক্যাকটাস ব্যান্ডের সদস্য সিদ্ধার্থ সরকার, যিনি সিধু নামেই পরিচিত তিনি জানান, ‘বাচ্চু ভাই হলো একজন কিংবদন্তি, আইকন ও চিরহরিৎ অনুপ্রেরক।’ তার আত্মার প্রতি শান্তি কামনা করে সিধু জানান ‘তুমি ছিলে, তুমি আছো এবং চিরদিন থাকবে’।

সর্বশেষ খবর