রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হুমায়ূন পরিবারের সঙ্গে জয়া

আলাউদ্দীন মাজিদ

হুমায়ূন পরিবারের সঙ্গে জয়া

প্রখ্যাত কলমের জাদুকর প্রয়াত হুমায়ূন আহমেদের দর্শক নন্দিত উপন্যাস ‘দেবী’র চলচ্চিত্রায়ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার কথায় এটি ছিল তার জীবনের অন্যতম একটি স্বপ্ন পূরণ ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পায় মুক্তির পর থেকেই দেবী আর জয়া ভাসছেন দর্শক প্রশংসার ফুলঝুরিতে যথার্থ চলচ্চিত্রায়ণ ও এতে দেবীর ভূমিকায় জয়ার অনবদ্য অভিনয় ছবিটিকে কালজয়ী করে তুলেছে ছবিটি দেখতে সিনেমা হলে ছুটে গিয়েছেন হুমায়ূন পরিবারের সদস্যরাও ‘দেবী’ দেখে তারাও আবেগে আপ্লুত হয়েছেন এতে জয়ার খুশির সীমা নেই জয়া বলছেন এত বড় মাপের একজন সাহিত্যিকের সৃষ্টিকে যথার্থভাবে পর্দায় তুলে ধরতে পেরে তার চলচ্চিত্র জীবন যেন পূর্ণতার দেখা পেয়েছে এতে তিনি গর্বিত ছবিটি দেখতে গিয়েছিলেন প্রয়াত কলম জাদুকরের স্ত্রী মেহের আফরোজ শাওন, সন্তান নিষাদ, নিনিত, শিলা আর নুহাশ জয়া তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ছবিটি দেখে নিষাদ দিয়েছে ১০ এ ১০ কিন্তু নিনিত ২ নম্বর কেটে রেখেছে ‘দেবী’ দেখে ভয় পেয়েছে যে! বেচারা নাকি সারা রাত ঘুমুতে পারবে না এতে জয়া তার অনুভূতি জানাতে গিয়ে বলেছে, ‘অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনের জন্য সেই সঙ্গে মেহের আফরোজ শাওন, আপনাকেও; আমাদের ‘দেবী’ চলচ্চিত্রের পাশে থাকবার জন্য ‘সি তে সিনেমা’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা’ এরপর শিলা আর নুহাশের ব্যাপারে জয়ার প্রতিক্রিয়া ছিল এমন— ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে আমি বরাবরই শিলা আহমেদের নামটি নিয়েছি আমি নিশ্চিত, আমার মতো আরও অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সব সময় ধন্যবাদ নুহাশ হুমায়ূন আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি নোভা, শিলা, বিপাশা, নুহাশ— আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি তোমাদের জন্য দোয়া স্যারের জন্য দোয়া স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে ।

সর্বশেষ খবর