সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রবীন্দ্রনাথের নাটকে নাজনীন চুমকী-শতাব্দী

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রনাথের নাটকে নাজনীন চুমকী-শতাব্দী

এবার রবীন্দ্রনাথের ছোট গল্প ‘দিদি’ গল্প অবলম্বনে নির্মিত হলো নাটক। বিটিভির শাহ জামান মিয়ার প্রযোজনায় এই নাটকের নামও এই ছোট গল্পের নামকরণে ‘দিদি’। আর এই নাটকের মাধ্যমেই বহুদিন পর একসঙ্গে অভিনয় করলেন নাজনীন হাসান চুমকী এবং শতাব্দী ওয়াদুদ। নাটকটিতে দিদি চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী। আর তার বিপরীতে স্বামী জয় গোপাল চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ। গল্প থেকে জানা যায়, পূর্ব সময়ের একজন জমিদারের মেয়ে নাজনীন হাসান চুমকী। তার জমিদার বাবা বুড়ো বয়সে একটি ছেলেকে রেখে মারা যান। মারা যাওয়ার আগে কিছু সম্পত্তি ছেলেকে আর কিছু মেয়েকে উইল করে যান। আর এসব সম্পত্তির দেখভাল করার দায়িত্ব কন্যার জামাই উপেনের হাতে ন্যস্ত করে যান। এমনি চলে নাটকের গল্প।  নাটকটি প্রসঙ্গে নাজনীন হাসান চুমকী বলেন, ‘অনেকদিন পর শতাব্দী ওয়াদুদের সঙ্গে কাজ করলাম। তিনি যেমন একজন ভালো অভিনয়শিল্পী তেমনি একজন ভালো মানুষ। আর রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার বাড়তি ভালো লাগা তো রয়েছেই।’ জানা যায়, নাটকটি অচিরেই বিটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর