মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফের সুরের ইন্দ্রজালে ভাসবে দেশ

পান্থ আফজাল

ফের সুরের ইন্দ্রজালে ভাসবে দেশ

ফাইল ছবি

লোকসংগীতকে বাংলা সংস্কৃতির প্রাণ বললেও ভুল বলা হবে না। এর মোহময় সুরের অপূর্ব ধারায় আত্মা হয় পরিশুদ্ধ। হাজার বছর পরেও এসব গানের আবেদন এখনো ফুরায়নি। শুধু দেশের মানুষের কাছেই জনপ্রিয় নয়, বরং দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠেছে লোকধারার সংগীতগুলো। দিন শেষে আমরা ফিরে যাই লালন, হাসন রাজা, আব্বাসউদ্দিন, আবদুল আলীম আর বাউল সম্রাট শাহ আবদুল করিমের সংগীতের ইন্দ্রজালে বুঁদ হতে। নতুন প্রজন্মের মধ্যে লোকসংগীতের আগ্রহ ও অনুশীলন দিনকে দিন বেড়েই চলছে। এই লোকসংগীত আমাদের আত্মার—তার প্রমাণ হয় বিভিন্ন উৎসবের মাধ্যমে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৫ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে সান ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৮’-এর আসর। এর আগে অনুষ্ঠিত ফেস্টের প্রচার-প্রচারণা আর মিডিয়ার কৌতূহলী দৃষ্টিভঙ্গির জন্য ‘ফোক ফেস্টিভাল’ ঘিরে শহুরে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। আগে অনুষ্ঠিতব্য এই আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত বাউল ঘরানার আধুনিক শিল্পীরা একসঙ্গে একই মঞ্চে গেয়েছিলেন! এবারও একইভাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো।

গত কয়েকটি আসরের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে। শিগগিরই রেজিস্ট্রেশন শুরু হবে। টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।             

 

সর্বশেষ খবর