বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পার্বতী আশ্রমে বাউলশিল্পী...

শোবিজ প্রতিবেদক

পার্বতী আশ্রমে বাউলশিল্পী...

বাংলাদেশের দুই বাউল গানের শিল্পীকে কলকাতায় নিয়ে যাবেন পার্বতী বাউল। নিজের আশ্রমে রেখে শেখাবেন গান, দেখাবেন বাউলের জীবনাচরণ। শিল্পকলা একাডেমির কর্মশালার পর বৃত্তি হিসেবে এ সুযোগ পাচ্ছেন মিলন ও বিপাশা। মঙ্গলবার শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তিনদিনের বাউলসংগীত কর্মশালা। উপমহাদেশের প্রখ্যাত বাউলশিল্পী পার্বতী বাউলের পরিচালনায় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশে বাউল গানের চর্চা করা ৪২ জন শিল্পী। মঙ্গলবার সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিল্পী পার্বতী বাউলকে স্মারক সম্মাননা তুলে দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ বৃত্তি হিসেবে কর্মশালায় অংশ নেওয়া মিলন ও বিপাশাকে কলকাতায় নিজের আশ্রমে নিয়ে গান শেখার সুযোগ করে দেবেন পার্বতী বাউল। দেশভাগের আগে তার পূর্বপুরুষরা থাকতেন বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে।

সর্বশেষ খবর