শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাজির বিরিয়ানি গানের অভিযোগ এবার মন্ত্রণালয়ে

শোবিজ প্রতিবেদক

হাজির বিরিয়ানি গানের অভিযোগ এবার মন্ত্রণালয়ে

ইউটিউবে ‘দহন’ ছবির ‘হাজির বিরিয়ানি’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকে শুরু হয়েছে নানা সমালোচনা। গানটির শুরু থেকে শেষ পর্যন্ত বয়েছে অশ্লীল শব্দের ব্যবহার। রায়হান রাফির পরিচালনায় গানটি লেখা, সুর ও গেয়েছেন কলকাতার আকাশ সেন। এবার গানের কথায় অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে এক হয়েছেন দেশের শীর্ষ সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পীরা। সবাই মিলে একটি লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছেন তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ে। ইতিমধ্যে অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, ফরিদ আহমেদ, আঁখি আলমগীর, শওকত আলী ইমনসহ শতাধিক তারকা। এ প্রসঙ্গে শুরু থেকেই নিজের ফেসবুকে প্রতিবাদ করে আসছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সেন্সর বোর্ড, সংস্কৃতিমন্ত্রী, তথ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত তারা অভিযোগটি পৌঁছাবেন। আমি মনে করি, এটাই হওয়া উচিত। শিল্পীরা এক হয়ে যেকোনো ধরনের বাধা-বিপত্তি মোকাবিলা করবে।’ তিনি আরও বলেন, এই গানে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে ‘মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে সকালে’ এমন কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সবারই উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আলাউদ্দিন আলী বলেন, ‘গোটা বাংলাদেশের একটি লোকও গানটি পছন্দ করেনি। সেন্সর বোর্ড যদি এই গানকে অনুমতি দেয় তাহলে এ ধরনের গান আরও হতে থাকবে, যা কখনো কাম্য নয়।’

সর্বশেষ খবর