শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ঊর্ণাজাল’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

‘জড়জীবন ২০১৮’

৪২ জন চিত্র শিল্পীর ৪২টি চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে ‘জড়জীবন-২০১৮’ শিরোনামের দলীয় চিত্রপ্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীর গ্যালারি।

 

নাটক

আজ মঞ্চস্থ বাতিঘরের ‘ঊর্ণাজাল’

আজ সন্ধ্যা ৭টায় তারুণ্যদীপ্ত বাতিঘর থিয়েটারের নাটক ‘ঊর্ণাজাল’-এর ২০তম প্রদশর্নী প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। কমাশ্রী ভুবনের প্রযোজনায় এটির রচনা ও নির্দেশনায় বাকার বকুল। অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম, বৃতা, সঞ্জয় গোস্বামী, ফিরোজ, অশ্র,সঞ্জয় হালদার, অপূর্ব, শারমিন, শিশির, স্বরণ, অয়োমি, তামিম, রাজু।

 

৬ নভেম্বর ‘গ্যালিলিও’

৬ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘গ্যালিলিও’। নির্দেশনায় রয়েছেন পান্থ শাহরিয়ার।

 

অন্যান্য

মহিউদ্দিন শামীমের একক আবৃত্তি মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের উদ্যোগে আবৃত্তিশিল্পী মহিউদ্দিন শামীমের একক আবৃত্তি অনুষ্ঠান ‘অভিমানী প্রহরে স্বপ্নের কোলাহল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ঘণ্টাব্যাপী দেশবরেণ্য কবিদের কবিতা আবৃত্তি করবেন এই আবৃত্তিশিল্পী।

 

ভূপেন হাজারিকা স্মরণে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত ড. ভূপেন হাজারিকা স্মরণে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ৫ নভেম্বর সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজনে তাকে স্মরণ করবে এ দেশের শিল্পীরা।

 

রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর

নূনা আফরোজের নাটক নিয়ে প্রাঙ্গণেমোর আয়োজন করেছে রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর।  মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোরের পাঁচটি নাটক মঞ্চায়িত হবে ২-৬ নভেম্বর সন্ধ্যা ৭টায়। শুভ উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর