শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ থেকে ‘জায়গীর মাস্টার’

শোবিজ প্রতিবেদক

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’। এস এ হক অলীকের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, অপূর্ব, ভাবনা, মৌসুমী হামিদ, শার্মিলী আহমেদ, দিলারা জামান, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ। 

গ্রামের প্রতাপশালী ও প্রভাবশালী পরিবার মোল্লা পরিবার। সেই পরিবারের কর্তা আজগর মোল্লা। আজগর মোল্লার দুই কন্যা। আলতা বানু ও মালকা বানু। স্ত্রী খুনসুটি বেগম। স্বামী আজগর মোল্লা খুনসুটি বেগমকে সমীহ করে চলেন। কারণ খুনসুটি বেগমের ১৪ পূর্বপুরুষ অত্র তল্লাটে নবাব ছিল। আজগর মোল্লা দুই মেয়ের এসএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। চার-পাঁচজন শিক্ষক পালাক্রমে দুই মেয়েকে দিনব্যাপী পড়াতে আসেন। সবারই একটা উদ্দেশ্য থাকে আর সেটা হলো রাজকন্যা ও রাজত্ব অর্জনের।

সর্বশেষ খবর