শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেই ইমন খান এখন

শোবিজ প্রতিবেদক

সেই ইমন খান এখন

‘আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি বাংলাদেশের আনাচে-কানাচে তো বটেই ওপার বাংলার মানুষের কাছেও আশাতীত জনপ্রিয়তা পেয়েছিল। তখনো ইউটিউবের এমন বিকাশ ঘটেনি। ফিতার অ্যালবামের যুগের গল্প। শোনা যায়, ট্রাকে করে লাখ লাখ কপি বাজারজাত হয়েছিল কণ্ঠশিল্পী ইমন খানের সেই অ্যালবামটি। ২০০৮ সালে প্রকাশিত ‘কেউ বোঝে না মনের ব্যথা’ অ্যালবামের একটি গান দিয়েই তারকাখ্যাতি পেয়েছিলেন ইমন খান। পরবর্তীতে সিনেমায়ও ব্যবহৃত হয় গানটি। এমন সাফল্যের পর প্রচারের আলোয় খুব একটা না থাকলেও ইমন খানের গান গাওয়া কিন্তু থেমে থাকেনি। গানের মধ্য দিয়ে দুঃখ-কষ্ট, বেদনা, আর না পাওয়ার সুর বুনে গেছেন নিয়মিত। ফলে গত ১০ বছরে  মিশ্র ও এককসহ মোট ৪০টিরও বেশি অ্যালবামে গান করেছেন ইমন খান। এখনকার ইউটিউব প্ল্যাটফর্মে গেয়েছেন পঞ্চাশটিরও বেশি সলো ট্র্যাক আর মিউজিক ভিডিও। এখানেও ভিউর দিক থেকে অনেক জনপ্রিয় শিল্পীকে পেছনে ফেলেছেন ইমন খান। এই যে সাফল্যের এমন ধারাবাহিকতা, এর পেছনের রহস্য কী? ইমন খান বলেন, ‘রহস্য জানি না। মানুষের ভালোবাসা যখন একবার পেয়েছি, এরপর সেটা ধরে রাখতে চেয়েছি। মানুষের ভিতরের বেদনা-দহন আর দুঃখগুলো আমার গলায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। মানুষ সেগুলো গ্রহণও করেছে।’ ইউটিউব ঘেঁটে দেখা গেল ইমন খানের অসংখ্য গানে লাখ লাখ ভিউ। এর মধ্যে পাখি, রূপা সিরিজের বেশ কটি করে গান শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়।  ধ্রুব মিউজিক থেকে শুরু করে একেবারে নতুন ব্যানারে প্রকাশিত গানেও ইমনের সমান সাফল্য। এরপরও ঠিক সেরকম প্রচারের আলোয় নেই তিনি। এর পেছনের কারণটা কী? ‘কারণটা আমিও ঠিক জানি না। আসলে গান করলেও মিডিয়া কিংবা সাংবাদিকদের তেমন কারও সঙ্গেই আমার যোগাযোগ নেই। গান তৈরি হয়, স্টুডিওতে গিয়ে ভয়েস দিই। ভিডিও শ্যুট থাকলে সেখানে যাই। মানুষজন চিনতে পারলে আবেগে জড়িয়ে ধরে। এটাই আমার বড় প্রাপ্তি, এর বেশি কিছু চাওয়ার নেই।’ মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা দিয়ে গানের শুরু। এরপর কাছের মানুষ, বন্ধু-বান্ধব আর শ্রোতারাই ইমনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে জানান তিনি। ২০০৬ সালে প্রথম অ্যালবাম বাজারে আসার দুবছর পর ‘আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ দিয়ে সাফল্য আসে। এরপর কাজ করেছেন নাজির মাহমুদ, আজাদ মিন্টু, সোহেল নিজামী, মিল্টন খন্দকার, আজমীর বাবু, মানাম আহমেদ, প্লাবন কোরেশী, আহমেদ রিজভীসহ গুণী সব গানের মানুষের সঙ্গে। দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্যানার থেকে ইমন খানের প্রায় ডজনখানেক গান রয়েছে মুক্তির অপেক্ষায়। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইমন বলেন, ‘গান গাইতে ভালো লাগে। খুব বেশি প্ল্যান করে কাজ করি না। শুধু জানি শ্রোতাদের ভালোবাসা নিয়ে গাইতে চাই আর সেই ভালোবাসা নিয়েই মরতে চাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর