রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অভিনয়শিল্পীদের মুক্ত আলোচনা

শোবিজ প্রতিবেদক

অভিনয়শিল্পীদের মুক্ত আলোচনা

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গত শুক্রবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের আয়োজনে এক মুক্ত সেমিনার। ‘পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক ও অভিনয়শিল্প’ শীর্ষক এই মুক্ত আলোচনায় অভিনয়শিল্পীসহ অংশ নেয় ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ এবং টেলিভিশন প্রউিউসার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রবন্ধ পাঠ করে শোনান অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান। নাটকের আজকের এই করুণ অবস্থার কারণ হিসেবে উল্লেখ করা হয় নাটককে শিল্প ঘোষণা না করা, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, নাটকের মান নিয়ন্ত্রণে চ্যানেলের ব্যর্থতা কিংবা উদাসীনতা, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ, নাটকের মূল্য কমে যাওয়া, নাটকে চরিত্রাভিনেতাদের হারিয়ে যাওয়া, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না হওয়া, নির্মাণে নিম্নমুখী প্রতিযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব। টিভি নাটকের মানের অবনতির জন্য টেলিভিশন চ্যানেলগুলো দায়ী বলে মনে করেন উপস্থিত শিল্পীরা। মান নিয়ন্ত্রণ না করেই নাটকগুলো চালানো হচ্ছে। চ্যানেলগুলো কম পয়সায় পচা আলু কিনে খাওয়াচ্ছে দর্শকদের। রয়েছে শিল্পী ও নির্মাতাদের অপেশাদারি মনোভাব। সেমিনারে উপস্থিত ছিলেন আবুল হায়াত, এনামুল হক, মামুনুর রশীদ, মাসুম রেজা, দিলারা জামান, আফরোজা বানু, এজাজ মুন্না, এস এ হক অলিক, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আহসান হাবীব নাসিম, শহিদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, লুত্ফুর রহমান জর্জ, শাহরিয়ার নাজিম জয়, বন্যা মির্জা, তানিয়া হোসেন, ঊর্মিলা শ্রাবন্তি কর, তানভিন সুইটিসহ আরও অনেকেই।

সর্বশেষ খবর