মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফোক উৎসব মাতাবেন যারা

পান্থ আফজাল

ফোক উৎসব মাতাবেন যারা

ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি ও বাউল গানের সুরে মাতোয়ারা হননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। হাজার বছর পরেও এসব গানের আবেদন এখনো ফুরায়নি। বাংলা সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে ভাটির মানুষের এসব লোকধারার গান। শুধু দেশের মানুষের কাছেই জনপ্রিয় নয়; দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয় হয়েছে আমাদের লোকসংগীত। তাই লোকসংগীতকে বাংলা সংস্কৃতির প্রাণ বললেও ভুল বলা হবে না। এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক লোকসংগীত। এদেশের ভাটির এই সুরধারায় বাঙালি জাতি খুঁজে পায় আত্মার শান্তি ও স্রষ্টার সান্নিধ্য। তাই তো লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য গত তিন বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট যা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ হিসেবে পরিচিত। বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার এই অসাধারণ উৎসবে অংশ নিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। বরাবরের মতো এবারও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৮’। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শিকড় সন্ধানী গানগুলো। এ উৎসব উপলক্ষে গতকাল ‘দ্য ওয়েস্টিন ঢাকা’ হোটেলে বেলা ১১টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশন্সের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম। সংবাদ সম্মেলনে তারা পৃথক পৃথক বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলা লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার ব্যাপারে বক্তব্য দেন। সংবাদ সম্মেলন থেকে জানা যায়, বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে ১৭৪জন শিল্পী জড়ো হচ্ছেন একই মঞ্চে। এবারের আসরে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আবদুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্যদল। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দীক্ষিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স,  পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন। প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন শুরু হবে ৬ নভেম্বর থেকে। প্রতিদিন বেলা ১১টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, চলবে পাঁচ দিন পর্যন্ত। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এ ছাড়াও ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য। অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়াও গ্রামীণফোনের অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস- বায়োস্কোপ লাইভে থাকবে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ। ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৮ উৎসবের আয়োজক সান কমিউনিকেশন্স।

অঞ্জন চৌধুরী বলেন, ‘এদেশের তরুণ প্রজন্মকে বাংলার মাটি,মানুষ আর সুরের টানে বিমোহিত করতে এই সুরভাণ্ডারের তুলনা অসীম। তাই দিন শেষে আমরাই লালন, আমরাই হাছন রাজা, আব্বাস উদ্দীন, আবদুল আলীম, শাহ আবদুল করিম। আর একটি দেশ বা একটি সংস্কৃতির প্রকৃত পরিচয় তার লোকসংগীত। ফোক গান বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে নিবিড় গভীরে ছড়িয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানের মতো দেশ আমাদের লোকসংগীতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর