মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শুরু হচ্ছে ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’

দীপক দেবনাথ, কলকাতা

আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সপ্তাহব্যাপী ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ওই দিন বিকালে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইরানের চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি প্রমুখ। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ জায়া অভিনেত্রী জয়া বচ্চন, অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, সঞ্জয় দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, ওয়াহিদা রহমান, নন্দিতা দাস, সাবিত্রি চ্যাটার্জি, মাধবী মুখার্জি, কোয়েল মল্লিক, পরিচালক মহেশ ভাট, গৌতম ঘোষ, অস্ট্রেলিয়ার ছবি নির্মাতা সিমন বেকার, ফিলিপ নয়েসসহ বিশ্ব চলচ্চিত্রের প্রসিদ্ধ তারকারা। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। স্পেশাল ফোকাস কান্ট্রি তিউনিসিয়া। আট দিনের এই উৎসবে ৭০টি দেশের ১৭১টি পূর্ণদৈর্ঘ্য ও ১৫০টি স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি ছবি দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম কুমার ও তনুজা অভিনীত বাংলা ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’।

সর্বশেষ খবর