বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতীয় চ্যানেলে বাংলাদেশের ক্রাইম পেট্রোল

শোবিজ প্রতিবেদক

ভারতীয় চ্যানেলে বাংলাদেশের ক্রাইম পেট্রোল

বাংলাদেশে জনপ্রিয়তার পর এবার ভারতে চলছে বাংলাদেশে নির্মিত ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি ভারতের ‘খুশবু বাংলা’ চ্যানেলে প্রচার শুরু হয়েছে। ভারতের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। বাংলাদেশে প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় এটিএন বাংলায়। নাটকটির মূল ভাবনা ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা, এটিএন নিউজ। নাটকটি পরিচালনা করছেন আশরাফ-উল ইসলাম পিপিএম। ‘ক্রাইম পেট্রোলে’র প্রতিটি পর্ব সাজানো হয় অপরাধ বিষয়ক আলোচিত সত্য ঘটনা নিয়ে। আশরাফ-উল ইসলাম পিপিএম জানান, শিগগিরই হিন্দি ভাষায় ডাবিং হয়ে ভারতের মনোরঞ্জন টিভিতে ধারাবাহিকটি প্রচার করা হবে। তিনি আরও বলেন, ‘পুলিশ দেশের সেবায় নিয়োজিত, সর্বদাই সাহসিকতা এবং ঐকান্তিক মনোযোগ সহকারে দেশের অপরাধ জগেক নির্মূল করছে। ধারাবাহিকটির মূল উদ্দেশ পুলিশ এবং জনতার মাঝে দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করা। অপরাধী অপরাধ করে সাময়িকভাবে বেঁচে গেলেও শেষ পর্যন্ত তাদের আইনের হাতে ধরা পড়ে বিচারের সম্মুখীন হতে হয়।’

সর্বশেষ খবর