সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফিরছেন অঞ্জু ঘোষ

আলাউদ্দীন মাজিদ

ফিরছেন অঞ্জু ঘোষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদাকে নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ হবে। আর সেই চলচ্চিত্রে মধুদার স্ত্রী যোগমায়ার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। এই ছবির মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে আবার অভিনয়ে ফিরছেন কলকাতা প্রবাসী এই অভিনেত্রী। ১৯৮২ সালে চলচ্চিত্রের নায়িকা হয়ে আসা এই জনপ্রিয় অভিনেত্রী ১৯৯১ সালে কলকাতা চলে যান। সেখানে নিয়মিত অভিনয় ও স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রায় ২৭ বছর পর গত সেপ্টেম্বরে ঢাকা বেড়াতে আসেন তিনি। তখনই তার অন্যতম অভিনয়গুরু চিত্রপরিচালক সাঈদুর রহমান সাঈদ অঞ্জুকে নিয়ে মধুদার ঐতিহাসিক জীবনকাহিনী তুলে ধরে ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন। ছবিটিতে যোগমায়ার চরিত্রে অঞ্জু ঘোষের অভিনয়ের বিষয়টিও তখন অঞ্জুর সঙ্গে কথা বলে চূড়ান্ত করেন তিনি। নির্মাতার কথায় চলচ্চিত্রটিতে মধুদাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আগে ও পরের নানা চিত্র ফুটে উঠবে। এতে মধুদার চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার ওমর সানী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। ছবির কাহিনী সংলাপ, চিত্রনাট্য সবই তৈরি করেছেন নির্মাতা সাঈদ। সম্প্রতি মধুর ক্যান্টিনে এই ছবির মহরতও অনুষ্ঠিত হয়। নির্মাতা জানান, ছবিটিতে ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মধুদার জীবনের নানা চিত্র উঠে আসবে। মধুদার স্ত্রী যোগমায়া এই মানুষটির জীবনের নানা ঘটন-অঘটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। যোগমায়াকে বাদ দিয়ে কখনো মধুদার জীবনকাহিনীর কথা ভাবা যায় না। ফলে এই চলচ্চিত্রে গুরুত্বের সঙ্গে যোগমায়ার চরিত্রে অঞ্জু ঘোষকে তুলে ধরা হবে। পরিচালকের কথায় যোগমায়া চরিত্রে অঞ্জু আর মধুদার চরিত্রে ওমর সানীর বিকল্প খুঁজে পাননি। তাই এই দুজনকে জুটি করে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ঐতিহাসিক ৬ ও ১১ দফা আন্দোলনসহ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা দিক উঠে আসবে ‘মধুর ক্যান্টিন’ ছবিতে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাক হানাদার বাহিনীর হাতে মধুদার নির্মমভাবে খুন হওয়ার ঘটনার মধ্য দিয়ে চলচ্চিত্রটির যবনিকাপাত ঘটবে বলে জানান নির্মাতা। ছবির চিত্রনাট্য তৈরিসহ প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। অঞ্জু ঘোষের সঙ্গে আলাপ করে শিগগিরই ছবির শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা সাঈদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর