সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কানাডায় সম্মানিত ববিতা

শোবিজ প্রতিবেদক

কানাডায়  সম্মানিত ববিতা

আন্তর্জাতিক শিশু সাহায্য সংস্থা ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআইআই) কানাডা শাখার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাকে। সম্প্রতি ডিসিআইআই কানাডা শাখায় ‘চিলড্রেন হেলপিং চিলড্রেন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আমেরিকান ইয়েল ইউনিভার্সিটিভিত্তিক এই সংস্থাটি ২০১২ সালে ববিতাকে শুভেচ্ছাদূত মনোনীত করে। তখন থেকে এই অভিনেত্রী বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কানাডা ডিসিআইআই শাখার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ববিতা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট সদস্য ডলি বেগম। সম্মাননায় সিক্ত ববিতা তার বত্তব্যে বলেন, বিশ্বের সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের কল্যাণে নিজেকে যুক্ত করতে পেরে গর্ববোধ করছি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো ও তাদের দুঃখ-কষ্ট মোচন করা সবারই দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব আজীবন পালন করে যেতে চাই। এতে প্রধান বক্তা ছিলেন ডিসিআইআই-এর যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী পরিচালক এবং ইয়েল ইউনিভার্সিটির গবেষক ডক্টর এহসান হক। অনুষ্ঠানে সংস্থার পরিচালক শহীদুল হক খন্দকার এবং সাধারণ সম্পাদক সাজেদুল নাহার শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সংস্থার মিডিয়া সম্পাদক কাউসার, কানাডা শাখার ট্রেজারার মাসুদ হাকিম এবং এমডি হালিমা আখতার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর