Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ নভেম্বর, ২০১৮ ২৩:৩৯
আজ মুক্তি শানুর ‘মিস্টার বাংলাদেশ’
শোবিজ প্রতিবেদক
আজ মুক্তি শানুর ‘মিস্টার বাংলাদেশ’

লাক্স সুন্দরী শানারেই দেবী শানু। দীর্ঘ পথচলায় অগণিত নাটক ও টিলিফিল্মে অভিনয় করলেও বড় পর্দায় এখনো তাকে দেখতে পারেনি দর্শক। তবে দর্শকের সেই আক্ষেপ এবার ঘুচবে। তিনি ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে খিজির হায়াত খানকে সঙ্গে করে বড় পর্দায় হাজির হচ্ছেন। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির নির্মাতা আবু আক্তারুল ইমাম। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শানু-খিজির হায়াত অভিনীত এই সিনেমাটি। সিনেমার গল্পে শানুকে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। ছবি প্রসঙ্গে শানু বলেন, ‘মিস্টার বাংলাদেশ আমার প্রথম সিনেমা। প্রথম যে কোনো কিছুর প্রতি মানুষের ভালো লাগা, ভালোবাসা থাকে একটু অন্যরকম। তাই প্রথম সিনেমা মিস্টার বাংলাদেশের ক্ষেত্রেও আমার সেই ভালো লাগা, ভালোবাসা কাজ করছে। খুব চমৎকার একটি সিনেমা হয়েছে।’ ছবিটির পরিবেশনায় ‘জাজ মাল্টিমিডিয়া’। তবে কটি হলে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow