রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুরের মূর্ছনায় শেষ হলো ফোক ফেস্ট

শোবিজ প্রতিবেদক

সুরের মূর্ছনায় শেষ হলো  ফোক ফেস্ট

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল সুরের মায়ার খেলা। সংগীতের সীমারেখাকে অতিক্রম করতে বরাবরের মতো এবারও রাতব্যাপী  সংগীত অনুরাগীরা ভেসেছিল লোকসংগীতের সুরের ইন্দ্রজালে। গতকাল ছিল ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৮’ এর শেষ দিন। শেষবেলায় সংগীতপিপাসুদের জন্য মূলত বেশি চমক রাখা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। দেশ-বিদেশের পরিচিত কয়েকজন কণ্ঠসাধকের উপস্থিতি দেখা গেল শেষ ক্ষণের আয়োজনে।

তবে গত তিন দিন ধরে চলা এই ফেস্ট ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সুরের মূর্ছনায় বুঁদ হতে হাজারো মানুষের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। বিশেষ করে উৎসবের তৃতীয় দিন শনিবার বিপুল উৎসাহ নিয়ে হাজির হয় এই ভেন্যুতে। জড়ো হতে থাকে রাত ১০টার আগে আগে। কারণ নিয়ম অনুযায়ী ১০টার পর কেউই উৎসবে ঢুকতে পারবে না। তাই বিকাল থেকেই স্টেডিয়ামের বাইরে দেখা যায় লম্বা লাইন। মানুষের বিশাল স্রোত ঠেলে তবেই দেখা মেলে আলোকিত এই সংগীত উৎসবের।  প্রথমে মঞ্চে গান শোনাতে আসে নকশীকাঁথা ব্যান্ড। তাদের মঞ্চে আসার বিষয়টি ছিল একটু ভিন্ন ধরনের। বাঙালির হৃদয়ে গেঁথে থাকা লোকগান মুখে নিয়ে মঞ্চে আসেন তারা। একের পর এক গাইতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকগানগুলো। ব্যান্ডের সাজেদ ফাতেমী, বুলবুল, সুমন, ফয়সাল এবং রোমেলের পরিবেশনা মুগ্ধ হয়ে শুনতে থাকে দর্শক। তারপর মঞ্চে আসেন বাংলাদেশের কণ্ঠশিল্পী বাউল কবির শাহ্। নিজের বাউল গানের ভাণ্ডার থেকে একের পর এক গান উপহার দিতে থাকেন দর্শকদের। বাউল গানের সঙ্গে নেচে-গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। দুটি দেশি পারফরম্যান্সের পর মঞ্চে আসেন স্পেনের ব্যান্ড দল লাস মিগাস।  অনেকে তাদের গানগুলোকে বলে থাকেন মেডিটেরিয়ান গান। তাদের গান না বুঝলেও সুরে সুরে মেতেছে দেশের দর্শক। তারপর মঞ্চে আসেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণব। অনেক দিন পর বড় কোনো মঞ্চে গান পরিবেশন করেন তিনি। অর্ণবের এমন কোনো গান নেই যে দর্শক শুনেনি। তাই অর্ণবের সঙ্গে সঙ্গে গানে গলা মিলিয়েছেন তারা। আসরের শেষ ভাগটা মাতান পাকিস্তানের স্বনামধন্য ওস্তাদ আমানাত আলী খানের ছেলে শাফকাত আমানাত আলী। আমানাত আলীর গায়কি আর পরিবেশনা ফোক ফেস্টের শেষ দিনটা ছিল মনে রাখার মতো।

সর্বশেষ খবর