মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাক ঢোল পিটিয়ে টিকে থাকা দায়

ঢাক ঢোল পিটিয়ে টিকে থাকা দায়

যত গর্জে তত বর্ষে না বলে প্রবাদ চালু আছে। চলচ্চিত্রে অনেক তারকা ঢাক ঢোল পিটিয়ে এলেও শেষ পর্যন্ত তাদের টিকে থাকাটা দায় হয়ে পড়ে। ঢাকাই চলচ্চিত্রে শিল্পী সংকটের কথা শোনা গেলেও এটি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ প্রচুর শিল্পী এসেছে এবং আসছে। কিন্তু অভিনয়ে দক্ষতা, অদক্ষ নির্মাতা ভিত্তিহীন গল্পসহ নানা কারণে শিল্পীরা পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পাননি। এ নিয়ে লিখেছেন—আলাউদ্দীন মাজিদ

 

বাপ্পি

২০১৩ সালে চলচ্চিত্রে এসে চমক দেখালেও একসময় তার কাজের গতি যেন দুর্বল হয়ে পড়ে। চলচ্চিত্রকারদের কথায় অনেক দামে কেনা ছবিটি ব্যর্থ হলে  বাপ্পির টেবিল কালেকশন কমে যায়। এরপর আমি তোমার হতে চাই ছবিটি মুক্তি পেয়ে ব্যর্থ হয়। তারপর শুধুই তার আসা-যাওয়া। আশা জাগানিয়া কোনো কাজ নেই। এর অন্যতম কারণ বাছ বিচার ছাড়া কাজ করা।

 

নুসরাত ফারিয়া

হিরো ৪২০, বাদশা, প্রেমী ও প্রেমী, ধ্যাত্তেরিকি, বস-২, ছবিগুলো মুক্তি  পেয়েছে নুসরাত ফারিয়ার। এর মধ্যে বাদশা ও বস-২ হিট করলেও বাকি ছবিগুলো তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। বর্তমানে তার হাতে তেমন কাজ নেই। তার বিরুদ্ধে অভিযোগ আছে ১০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। চলচ্চিত্রকাররা বলছেন ক্যারিয়ার বেগবান করতে বাজার বুঝে পারিশ্রমিক নেওয়া বিদেশি স্টাইলে বাংলা উচ্চারণ ছাড়তে হবে তাকে।

 

আইরিন সুলতানা

আইরিন সুলতানা ক্যারিয়ারের শুরুতেই দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটির মাধ্যমে দর্শক মন জয় করেন। ‘ইউটার্ন’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিগুলো সাড়া জাগাতে পারেনি। অভিনয় করছেন সুস্ময় সুমন পরিচালিত ‘তোকে হেব্বি লাগছে’  ‘এই তুমি সেই তুমি’ ‘এক পৃথিবী প্রেম’ ‘টাইম মেশিনসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে। এসব ছবি সফল না হলে ফিল্মি ক্যারিয়ার আবারও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন নির্মাতারা।

 

পিয়া বিপাশা

২০১২ সালে লাক্স চ্যানেল সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া পিয়া বিপাশা একটি  চলচ্চিত্রে কাজ করেছেন।  ছবিটি হলো ‘রুদ্র দ্য গ্যাংস্টার’। বেশ কিছুদিন ধরে নতুন ছবিতে তার কাজের কথা শোনা গেলেও এখন পর্যন্ত সফল হওয়ার মতো কিছু করতে পারেননি এই নায়িকা।

 

পূজা চেরী

নূরজাহান আর পোড়ামন টু ছবিতে কাজ করেছেন পূজা চেরী। দ্বিতীয় ছবিটি সাড়া জাগায়। এর আগে অগ্নি ছবিতে মাহির ছোট বেলার চরিত্র ও বাদশা ছবিতে জিৎ-এর বোনের ভূমিকায় অভিনয় করেন পূজা। মডেল হিসেবে মিডিয়ায় পথ চলা শুরু পূজা চেরীর। বর্তমানে দহন ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। চলচ্চিত্রকারদের কথায় পূজাকে সফল হতে হলে সব প্রতিষ্ঠানের ছবিতে কাজ করতে হবে।

 

শিরিন শিলা

হিটম্যান, ক্ষণিকের ভালোবাসা, মন জানে না মনের ঠিকানা, মন দিয়ে মন পেয়েছি, মন নিয়ে লুকোচুরি, এক মিনিট, হৃদয় ছোঁয়া ভালোবাসাসহ অনেক ছবিতে কাজ করেন শিলা। বর্তমানে চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারপরেও দর্শক দৃষ্টি আকর্ষণ কখন করতে পারবেন এ বিষয়ে নির্মাতারা কিছু বলতে পারছেন না।

 

আরও যারা

আরও যারা অভিনয় করছেন কিন্তু পায়ের নিচে শক্ত ভিত খুঁজে পাননি তাদের মধ্যে রয়েছেন সুপার হিরো-হিরোইন খ্যাত লামিয়া মিমো, সাগর, শম্পা, রোজ, চ্যানেল আই ভিট টপ মডেল তানিয়া বৃষ্টি, সানাই, প্রিয়ন্তি পরী, তানহা মৌমাছি, প্রিয়ন্তি, অহনা, মৌ খান, মৌমিতা, নিঝুম রুবিনা, মারিয়া চৌধুরী, দিপালী, অমৃতা খান, রথী, সারাহ জেরিন, রিক্তা, ফারজানা, সোনিয়া, রজনী, মৌমিতা, লাবণ্য, ফারজানা, সানিত, মারিয়া, টিংকি, সারাহ জেরিন,  ইমন, নিরব, আঁচল, অরিন, নীলাঞ্জনা নীলা, অধরা খান, রথীসহ অনেকে।

সর্বশেষ খবর