শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আমজাদ হোসেনের জন্য শুধুই প্রার্থনা

হাসপাতালে তারকাদের কান্নার রোল

শোবিজ প্রতিবেদক

হাসপাতালে তারকাদের কান্নার রোল

মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চলা অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে দেখে অশ্রু সংবরণ করতে পারলেন না চলচ্চিত্রের তিনকন্যা খ্যাত সুচন্দা, ববিতা ও চম্পা। ছেলেকে দেখতে এবং ডিসি আই আই এর অনুষ্ঠানে প্রায় চার মাস কানাডায় থাকার পর সোমবার রাতে দেশে ফিরে ববিতা শুনতে পেলেন আমজাদ হোসেন লাইফ সাপোর্টে আছেন। খবরটি পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। গতকাল সুচন্দা, ববিতা, চম্পা ছুটে যান হাসপাতালে এই গুণী নির্মাতাকে দেখতে। কান্নায় ভেঙে পড়ে সুচন্দা বলেন, আমজাদ ভাই এ দেশের চলচ্চিত্রের একজন পথিকৃৎ। নিজের মেধার স্বাক্ষর রেখে চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের সঙ্গে বহু কাজ করেছেন চলচ্চিত্র জীবনের শুরুতে। এক সময় নিজেই বাণী ও বিনোদন সমৃদ্ধ কালজয়ী ছবি নির্মাণ করে দেশীয় চলচ্চিত্র ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছেন। তার জনপ্রিয়তা শুধু চলচ্চিত্রে সীমিত থাকেনি। ছোট পর্দাতেও আকাশছোঁয়া জনপ্রিয়তা নিয়ে সমসাময়িক সমস্যাধর্মী নাটক নির্মাণ করে দর্শক মন কাড়েন তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করছি। ববিতা বলেন, দেশে ফিরে এমন একটি দুঃসংবাদ পাব, আশা করিনি। আমজাদ ভাইকে যে অবস্থায় দেখলাম, তা বর্ণনা করতে পারব না। আমজাদ হোসেন বাংলাদেশে একজনই আছেন। অনেক ছবি করেছেন তিনি। বিশ্বের অনেক বড় বড় উৎসবে অংশ নিয়েছেন। তার অনেক ছবি মাইলস্টোন হয়ে আছে। আমজাদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইছি।’ চম্পা বলেন, আমার সৌভাগ্য হয়েছিল আমজাদ হোসেনের মতো একজন গুণী মানুষের সঙ্গে কাজ করার। পার্শ্ববর্তী দেশ ভারত যদি সত্যজিৎ রায়কে নিয়ে গর্ব করতে পারে তাহলে আমাদের গর্ব করার মতো একজন চলচ্চিত্রকার হলেন আমজাদ হোসেন। আল্লাহতায়ালা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন সেই দোয়া চাইছি। তিন বোনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। এদিকে বুধবার বিকালে প্রখ্যাত এই অসুস্থ নির্মাতাকে দেখতে হাসপাতালে ছুটে যান জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ২০০৫ সালে এই নির্মাতার ‘কাল সকালে’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন অপু। তিনি আইসিউতে গিয়ে আমজাদ হোসেনকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমজাদ আংকেল না হলে আমার পক্ষে হয়তো চলচ্চিত্রে আসা সম্ভব হতো না। তার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলাম। আজ তার এই অবস্থা দেখব কখনোই ভাবিনি। সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এই দোয়াই করছি।

সর্বশেষ খবর