সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজয় দিবসের নাটকে তৌসিফ-সাফা

শোবিজ প্রতিবেদক

শহুরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু ছড়িয়েছে? এমন প্রশ্ন উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’। রুদ্র মাহফুজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। বিজয় দিবসের এই বিশেষ নাটকে দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। সম্প্রতি উত্তরা ৩০০ ফুট, শাহবাগসহ ঢাকার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। তৌসিফ বলেন, ‘শরাফত নামের যে চরিত্রটি আমি করেছি সে নদীভাঙা এক হতভাগ্য। কাজের সন্ধানে সে ঢাকায় এসে মৌসুমি পণ্যের হকারে পরিণত হয়। একপর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে এবং ঘটনাক্রমে লক্ষ্য করে বিপন্ন-পরাস্ত দেশপ্রেমকে। শরাফতের মাঝে হতাশার ব্যঞ্জনা আছে, যাতনা আছে; আবার সে ক্ষুব্ধও হয় চৈতন্যহীন সমাজ ও আধুনিকতার ট্র্যাজিক উল্লাস দেখে।’ সাফা কবির বলেন, ‘প্রথমেই বলব, এটি গতানুগতিক কোনো গল্পের নাটক নয়। গতানুগতিক ধারা থেকে বের হয়েছি। নাটকে আমার চরিত্রের নাম মালেকা। বাসাবাড়িতে ছুটা ঝিয়ের কাজ করি।’ নির্মাতা সাইফ বলেন, ‘শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন। নাটকটিতে নাট্যকার, অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকেই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।’ ফ্যাক্টর থ্রি সলিউশন্সের ব্যানারে রাসেল সিদ্দিকী প্রযোজিত নাটকটি আগামী ১৬ ডিসেম্বর নাগরিক টিভিতে প্রচারিত হবে।

 

সর্বশেষ খবর