মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হতে পারে আমজাদ হোসেনকে

শোবিজ প্রতিবেদক

বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হতে পারে আমজাদ হোসেনকে

গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে যে কোনো মুহূর্তে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। বামরুনগ্রাদ হাসপাতালের নিউরো সার্জন ডা. তির এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আমজাদ হোসেন পুত্র সোহেল আরমান। গতকাল দুপুরে আরমান জানান, “বাবা অসুস্থ হওয়ার পর বিদেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি। অবস্থা আশঙ্কাজনক বিধায় কোনো হাসপাতালই বাবার চিকিৎসা দিতে রাজি হয়নি। অবশেষে ব্যাংককের এই হাসপাতালটির ডা. তির গতকাল এক চিঠিতে জানিয়েছেন বাবাকে সুস্থ করে তুলতে তারা চেষ্টা করতে চান। এখন আমরা ব্যাংকক নেওয়ার জন্য বামরুনগ্রাদ হাসপাতালের পরামর্শমতে সার্বিক প্রস্তুতি নিচ্ছি। গত পরশু প্রধানমন্ত্রীর কাছ থেকে চিকিৎসার আর্থিক অনুদান পেলাম। সেটি ব্যাংক থেকে ক্যাশ করে বামরুনগ্রাদ হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্স, ডাক্তার ও নার্স আনা থেকে শুরু করে প্রাথমিক সব খরচের টাকা পাঠাতে হবে। এজন্য কিছুটা সময় প্রয়োজন। সেখানকার ডাক্তার ও নার্স এখানে এসে বাবার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তাকে নেওয়া হবে কিনা। ব্যাংককে প্রবাসী বাংলাদেশি শারমিন বামরুনগ্রাদ হাসপাতালে আমজাদ হোসেনকে ভর্তির জন্য সার্বিক কাজ চালিয়ে যাচ্ছেন। সোহেল আরমান বলেন, বাবাকে যাতে বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে পারি সেজন্য সবার দোয়া চাচ্ছি।” তিনি প্রধানমন্ত্রীর প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি না হলে বাবার সুস্থতার চেষ্টার ব্যাপারে আমরা কখনই আশার আলো দেখতে পেতাম না। মিডিয়াসহ দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান সোহেল আরমান।

এদিকে গতকাল ইমপাল্স হাসপাতালের নেফ্রোলজি বিভাগ থেকে ডা. পাঞ্জেরী জানান, গত পরশু ও গতকাল এই চলচ্চিত্রকারকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে।  

 

সর্বশেষ খবর