শিরোনাম
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফাহমিদার সুরে গাইলেন সামিনা

শোবিজ প্রতিবেদক

ফাহমিদার সুরে গাইলেন সামিনা

সংগীতাঙ্গনে পরিচিত দুটি নাম ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। এই দুই বোন একসঙ্গে কাজ করেছেন অনেক। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। এবার প্রথমবারের মতো ফাহমিদা নবীর সুরে ‘ও আমার জন্মভূমি’ শিরোনামে একটি দেশের গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী। ‘কোনো রঙিন কাগজে নয়/কোনো তুলির আঁচড়ে নয়/বুকের পাতায় রক্তের রঙে/এঁকেছি তোমার ছবি/ও আমার জন্মভূমি’- এমন কথার গানটি লিখেছেন রানা মাসুদ। সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। বৃহস্পতিবার ধানমন্ডির ২৭ নম্বরে বর্ণের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, আমি ভালো কিছু করার চেষ্টা করেছি। সামিনার কথা মাথায় রেখেই গানটির সুর করা। গানটি গেয়ে সামিনাও খুব খুশি। সবচেয়ে বড় কথা, দুই বোনের প্রয়াসে ভালো একটি দেশের গান তৈরি হচ্ছে। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের মনে দেশপ্রেম জাগাতে সহায়ক ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, এককথায় গানটি খুবই ভালো হয়েছে। এতে কণ্ঠ দিয়ে আমি অভিভূত ও তৃপ্ত। বোনের সুরে প্রথমবার একটি দেশের গান করলাম, এজন্য নিজের মধ্যে দারুণ একটা ভালো লাগা কাজ করছে। আমি সুরকার ফাহমিদার সফলতা কামনা করছি।

সর্বশেষ খবর